৪০ বছর আগের গান, নতুন করে গাইতে গিয়ে কাঁদলেন শিল্পী

মিমি আলাউদ্দীন
ছবি : সংগৃহীত

৪০ বছর আগের কথা, মালিবাগের অন্তরা স্টুডিওতে ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানে কণ্ঠ দিয়েছিলেন মিতালী মুখার্জি। সেদিন আলাউদ্দীন আলীর কথা ও সুরে সেই গানের রেকর্ডিংয়ে ছিলেন সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। একই দিনে মিতালী মুখার্জি কয়েকটি গানে কণ্ঠ দেন। ৪০ বছর পর আবার ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানটি নতুন করে রেকর্ডিং করা হলো। এবার গানটি গাইলেন মিমি আলাউদ্দীন, যিনি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর স্ত্রী। গানটি গাইবার সময় রেকর্ডিং স্টুডিওতে কেঁদেছেন তিনি।

আলাউদ্দীন আলী ও মিতালী মুখার্জি

মিমি আলাউদ্দীনের গাওয়া গানটি নতুন করে রেকর্ডিং করা হয়েছে ঢাকার বনশ্রীতে ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু ও কলকাতার রকেট মণ্ডল। প্রথম আলোকে আজ শনিবার মিমি বললেন, ‘আলাউদ্দীন আলী সাহেব বেঁচে থাকতে এই গানটা গাইতে বলতেন। আমিও গাইতাম। বেশ ভালোই লাগত। দর্শক–শ্রোতারাও গানটি পছন্দ করতেন। গানটি তৈরির পেছনের অনেক ইতিহাসের কথাও বলতেন। এখন নতুন সংগীতায়োজনে গানটি গাইতে পেরে ভীষণ ভালো লেগেছে। গাওয়ার সময় আলাউদ্দীন আলী সাহেবের কথা ভাবতে ভাবতে খুব কান্না পেয়েছে।’
‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানটিতে গতকাল কণ্ঠ দেওয়া শেষ হয়েছে মিমি আলাউদ্দীনের। গানটির অন্যতম সংগীতায়োজক ফোয়াদ নাসের বাবু বললেন, মিমি তাঁর মতো করে গানটি ভালো গেয়েছে। তাঁর কণ্ঠে ভিন্ন একটা আমেজে শ্রোতারা উপভোগ করবেন গানটি।

সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী
ছবি: সংগৃহীত

সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ বিটিভির জন্য তৈরি হলেও ১৯৮২ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’ ছবিতে গানটি ব্যবহৃত হয়। এই গান গেয়েই মিতালী মুখার্জি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর বাংলাদেশের আরও অনেক শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে গানটি গেয়েছেন। গানটি নতুন করে এবার গেয়েছেন মিমি আলাউদ্দীন। গানটি নিয়ে মিমি বলেন, ‘নতুন করে গানটি গাওয়ার জন্য নিজেকে তৈরি করেছি। বারবার গানটি শুনেছি। মিতালী দিদিকে (মিতালী মুখার্জি) ফোন করে তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁর পরামর্শ চেয়েছি, তিনিও আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। কীভাবে শব্দগুলো উচ্চারণ করতে হবে, কীভাবে গাইলে শুনতে ভালো লাগবে, এমন নানা বিষয় তিনি বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি তাঁর পরামর্শ অনুযায়ী গাওয়ার চেষ্টা করেছি। আলাউদ্দীন আলী সাহেব বেঁচে থাকলে খুব খুশি হতেন, কারণ এটি ছিল তাঁর অন্যতম প্রিয় গানের একটি।’
মিমি আলাউদ্দীন জানালেন, শিগগিরই গানটি প্রকাশিত হবে অনুপম রেকর্ডিংয়ের ইউটিউবে।