'গানবাজ'-এ আজ ব্যান্ড গাছ

গাছ ব্যান্ডের সদস্যরা
গাছ ব্যান্ডের সদস্যরা

প্রথম আলো অনলাইনের ‘গানবাজ’ অনুষ্ঠানে আজ গান করবে ব্যান্ড গাছ। সন্ধ্যা সাতটায় প্রথম আলোর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। পরে অনুষ্ঠানটি দর্শকেরা নিজেদের পছন্দমতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে। এবিসি রেডিওতে কাল শুক্রবার বিকেল চারটায় শোনা যাবে অনুষ্ঠানটি। আজকের আয়োজন সঞ্চালনা করবেন গাজী শারমীন আহমেদ (আরজে শারমীন)।

২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় ব্যান্ড গাছ। ব্যান্ডটি গড়ে ওঠার পেছনের গল্প বললেন ব্যান্ডের সদস্য শেখ শাহেদ আলী। তিনি বলেন, ‘সিডর হওয়ার পর আমি সুন্দরবনে যাই। ওখানে যাওয়ার পর মনটা খুব খারাপ হয়ে যায়। সব গাছের যেন মাথা কাটা। আমরা জানতে পারলাম, সুন্দরবনই আমাদের বাঁচিয়েছে। তখন গাছের প্রতি বেশ মমত্ব বেড়ে যায়। পশুর নদে বসে স্থির করলাম ঢাকায় একটা ব্যান্ড করব, নাম রাখব গাছ।’ ব্যান্ডটির সদস্য চারজন। শেখ শাহেদ আলী, পান্ডু রাঙ্গা ব্লুমবার্গ, আকিল ও রাহিন। এই মুহূর্তে ব্যান্ডটি কাজ করছে মালেকা রোকজানা অ্যালবাম নিয়ে। ২১টি গান থাকবে সেখানে। ১৬টি গান রেকর্ড হয়ে গেছে। গানগুলো হয়ে গেলেই অ্যালবামটি বাজারে আসবে। আজ ‘রোকজানা’, ‘পাগল’, ‘রক্তজবা’সহ বেশ কিছু গান করবে ব্যান্ড গাছ।