'দেশের মৌলিক সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে বাউলসংগীত'

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মধুর মেলা মঞ্চে উদ্বোধনী বক্তৃতা দেন। ছবি: সংগৃহীত
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মধুর মেলা মঞ্চে উদ্বোধনী বক্তৃতা দেন। ছবি: সংগৃহীত

‘লোকসংগীত, বাউলগান আমাদের শিকড়। এই সংগীত জীবন ও আত্মার কথা বলে। সব সংগীত মনকে পরিশুদ্ধ করে না, আমাদের সংস্কৃতির সঙ্গেও যায় না। আকাশ-সংস্কৃতির হিংস্র থাবা আর আধুনিক নানা বাদ্যযন্ত্রের দৌরাত্ম্যের মধ্যে দোতারার সংগীত যে এখনো টিকে আছে, সেটিই বাউলগানের বৈশিষ্ট্য।’

আজ বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ব ভাকুমে মধুর মেলা প্রাঙ্গণে বার্ষিক মধুর মেলা ও মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এমন মন্তব্য করেন। তাঁর ভাষায়, আকাশ-সংস্কৃতির হিংস্র যুগে দেশের মৌলিক সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে বাউলসংগীত।

প্রয়াত মধু বাউলের মেয়ে সাংসদ মমতাজ বেগমের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মমতাজ বেগমসহ বাউলশিল্পীরা যখন গান করেন, তখন তাঁদের সঙ্গে শ্রোতাদের একটা মনের যোগাযোগ স্থাপিত হয়। তাঁরা মানুষের মনের কথা বলেন। সে জন্যই শত শত বছর বাউলগান বেঁচে আছে, আরও হাজার বছর থাকবে। রবীন্দ্রসংগীতও একই কারণে শত বছর বেঁচে আছে।’ সংসদ সদস্য হওয়ার পরও মমতাজ বেগম এখনো যে বাউল মেলা সারা দেশ থেকে বাউলদের নিয়ে এসে আয়োজন করছেন, বাউল কেন্দ্র স্থাপন করছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ জানান।

সংগীতশিল্পী ও সাংসদ মমতাজকে নিয়ে মধুর মেলার উদ্বোধন করছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী ও সাংসদ মমতাজকে নিয়ে মধুর মেলার উদ্বোধন করছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেলা রহমতুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল আলম ও শারমিন আক্তার, মানিকগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া বেগম, নাট্যনির্দেশক দেবাশীষ দীপ, সাপ্তাহিক ‘সময় এখন আমাদের’ পত্রিকার সম্পাদক কামরুজ্জামান হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন দিনের এ আয়োজনে প্রথম দিন সন্ধ্যায় ‘রূপবান’ নাটক মঞ্চস্থ হবে। নাটক শেষে রাতব্যাপী খ্যাতনামা বাউলশিল্পীরা গান পরিবেশন করবেন। মেলাকে ঘিরে ইতিমধ্যে বাউল কমপ্লেক্স এলাকায় বইছে উৎসবের আমেজ। মেলায় বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন ধরনের রাইডস। সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম এ মেলার আয়োজন করেন।