'বী-মিউজিক'র ২১ মানে শহীদ মিনার

গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজু ডিয়ান, প্রজ্ঞা, রিতু, মনির, আলীম, সাঈদ শাহরিয়ার এবং মিঠু রোহান। ছবি: সংগৃহীত
গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজু ডিয়ান, প্রজ্ঞা, রিতু, মনির, আলীম, সাঈদ শাহরিয়ার এবং মিঠু রোহান। ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্তমান প্রজন্মকে একুশের চেতনায় জাগিয়ে তুলতে ‘বী মিউজিক’ এর ব্যানারে কাল ২১ ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে একুশের গান ‘২১ মানে শহীদ মিনার’।

লিটন ঘোষ জয়ের কথায়, রাজু ডিয়ানের সুরে এবং মিঠু রোহানের সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজু ডিয়ান, প্রজ্ঞা, রিতু, মনির, আলীম, সাঈদ শাহরিয়ার এবং মিঠু রোহান।

গানটির ভিডিও নির্মাণ করেছেন মাইনুল ইসলাম। গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী রাজু ডিয়ান বলেন, ‘যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা, তাদের জন্য উৎসর্গ করে এমন একটি কাজ করতে পারা সত্যিই সৌভাগ্যের।’

মিঠু রোহান বলেন, ‘একুশকে নিয়ে কোনো গানের সংগীত আয়োজন করতে পারার আনন্দকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন তাঁরা খুবই আগ্রহ উদ্দীপনা নিয়ে কাজটি করেছেন। একুশে ফেব্রুয়ারিতে গানটি প্রকাশ পাচ্ছে, ভালো মন্দের বিচার দর্শক শ্রোতাদের ওপর ছেড়ে দিলাম।’