'সেদিন শেষবারের মতো বাচ্চুর গান শুনেছি'

এলআরবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের ফাঁকে শহীদ মাহমুদ জঙ্গি ও আইয়ুব বাচ্চু। ছবি: ফেসবুক থেকে নেওয়া
এলআরবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের ফাঁকে শহীদ মাহমুদ জঙ্গি ও আইয়ুব বাচ্চু। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড এলআরবির ২৫ বছর পূর্তি হয়েছে ২০১৬ সালের এপ্রিল মাসে। ওই বছরের ২০ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে এলআরবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ‘টোয়েন্টি ফাইভ ইয়ারস সেলিব্রেশন কনসার্ট’ আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠান নিয়ে আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্মৃতিচারণা করেছেন প্রখ্যাত গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি। এলআরবির প্রথম গান ছিল ‘একদিন ঘুম ভাঙা শহরে’। গানটির কথা লিখেছিলেন তিনি। এলআরবি আর আইয়ুব বাচ্চুকে ঘিরে তাঁর রয়েছে অসংখ্য স্মৃতি।

এলআরবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন আইয়ুব বাচ্চু। সেই কথা মনে করে শহীদ মাহমুদ জঙ্গি লিখেছেন, ‘আমি আমেরিকায়। ঢাকা থেকে বাচ্চুর ফোন। কুশল বিনিময়ের পর জানাল এলআরবি ব্যান্ডের রজতজয়ন্তী। এই উপলক্ষে কনসার্ট। আমাকে আসতে হবে। কাকতালীয়ভাবে ২০ ডিসেম্বর আমি ঢাকায় ফিরব। বাচ্চু বলে চলেছে, “ভাই এখনই ফ্লাইট কনফার্ম করেন, আপনাকে কিন্তু আমাদের কনসার্টে থাকতেই হবে। ২৫ বছর বলে কথা।”’

শহীদ মাহমুদ জঙ্গি তাঁকে বললেন, ‘ওই দিন বিকেল ৪টায় ঢাকা ফিরব। বিমানবন্দর থেকে বের হতে হতে সন্ধ্যা ৬টা বাজতে পারে। তা ছাড়া লম্বা জার্নি শেষে ক্লান্তি ভর করবে। বাচ্চু আমার কোনো কথা শুনতে চায়নি। তার এক কথা, অনুষ্ঠানে গেলে আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। শেষ পর্যন্ত তাকে কথা দিলাম।’

যুক্তরাষ্ট্র থেকে ফিরে এলআরবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে নির্ধারিত সময়ে হাজির হন শহীদ মাহমুদ জঙ্গি। তিনি লিখেছেন, ‘বাচ্চু কয়েকটি গান করেই আমাকে স্টেজে ডেকে নেয়। আমার প্রশংসা করে একটা বক্তৃতা দেয়। আমাকে কিছু বলার জন্য অনুরোধ করে। বললাম, বাচ্চু আমাকে অনেক ভালোবাসে, তাই তারিফ একটু বেশি করেছে। এসব বিবেচনায় না নিয়ে চলুন বাচ্চুর গান শুনি। তারপর শুধু গানই শুনেছি। তখন কে জানত, সেদিন শেষবারের মতো বাচ্চুর গান শুনেছি।’

২০১৮ সালের ১৮ অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন ব্যান্ড জগতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু।