চোখের সামনে কোল্ডপ্লে, মিম–সনি দম্পতির স্বপ্নপূরণ

বৃটিশ রক ব্যান্ড কোল্ডপ্লেকে সামনাসামনি শোনার স্বপ্ন পূরণ করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও তাঁর স্বামী, ব্যবসায়ী সনি পোদ্দার।

গত শনিবার ব্যাংককের রাজামংগলা ন্যাশনাল স্টেডিয়ামে কোল্ডপ্লে শুনেছেন মিম ও সনি দম্পতিছবি: কোলাজ

স্বামী নয়, সনি পোদ্দার তখন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের প্রেমিক ছিলেন। সনি ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের পাঁড় অনুরাগী। জমাটি প্রেমের দিনগুলোয় মিমও কোল্ডপ্লে জ্বরে আক্রান্ত হন। প্রায় সাত বছর আগে ঘোরের মধ্যে মিম-সনি দিব্যি কেটেছিলেন, একসঙ্গে কোল্ডপ্লের কনসার্টে যাবেন তাঁরা।

মাঝখানে বিয়ে সেরে ফেলেছেন; জমিয়ে সংসার করছেন। তবু কোল্ডপ্লের দেখা নেই; কোল্ডপ্লেকে চাইলেই পাওয়া যায় না। ব্যান্ডটি বাংলাদেশে কখনোই আসেনি, অদূরে আসার সম্ভাবনাও ক্ষীণ। ফলে কোল্ডপ্লেকে ধরতে ইউরোপে ছুটতে হবে। কাছেপিঠে পেতে চাইলে যেতে হবে মালয়েশিয়া বা থাইল্যান্ডে।

গত বছর মালয়েশিয়ার কনসার্টের টিকিট কাটতে গিয়ে নিরাশ হতে হয়েছে মিম-সনি দম্পতিকে। মাত্র পাঁচ মিনিটেই সব টিকিট হাওয়া; ফলে অপেক্ষা আরও বাড়ল।

ব্যাংককের রাজামংগলা ন্যাশনাল স্টেডিয়ামে কোল্ডপ্লে শুনতে শ্রোতাদের ঢল নেমেছিল
ছবি: এক্স
গত শনিবার ব্যাংককের রাজামংগলা ন্যাশনাল স্টেডিয়ামে কোল্ডপ্লে শুনতে বিশ্বের নানা প্রান্ত থেকে শ্রোতাদের ঢল নেমেছিল। সেই জনসমুদ্রের মাঝে মিম–সনি দম্পতিও ছিলেন; প্রথমবারের মতো সরাসরি কোল্ডপ্লে শুনবেন তাঁরা।

এর মধ্যেই ব্যাংককে কনসার্টের ঘোষণা দিয়েছে কোল্ডপ্লে। ব্যাংককে থাকা বন্ধুদের সহযোগিতায় গত বছরের জুনে টিকিট পেয়েছেন তাঁরা। এর পর থেকে অপেক্ষায় দিন গুনছিলেন তাঁরা। কনসার্টের সময়ে কোনো জরুরি কাজে আটকে যান কি না, সে শঙ্কাও ছিল।

শেষ পর্যন্ত কোল্ডপ্লে শুনতে ব্যাংককে যেতে পেরেছেন। সাত বছর আগে একসঙ্গে কোল্ডপ্লেকে শোনার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নপূরণের মাহেন্দ্রক্ষণে এসেছেন তাঁরা।

‘সাত বছর আগে সনিকে বলেছিলাম, ‘আমরা একসঙ্গে কোল্ডপ্লে শুনব। আমাকে ছাড়া কিন্তু দেখবে না। ’
মিম, অভিনেত্রী

গত শনিবার ব্যাংককের রাজামংগলা ন্যাশনাল স্টেডিয়ামে কোল্ডপ্লে শুনতে বিশ্বের নানা প্রান্ত থেকে শ্রোতাদের ঢল নেমেছিল। সেই জনসমুদ্রের ভেতর মিম–সনি দম্পতিও ছিলেন; প্রথমবারের মতো সরাসরি কোল্ডপ্লে শুনবেন বলে।

ব্যাংকক থেকে আজ রোববার দুপুরে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মিম জানান, জীবনে কোনো কনসার্টে যাননি তিনি। এবারই প্রথম কোনো কনসার্টে গেলেন।

‘সাত বছর আগে সনিকে বলেছিলাম, আমরা একসঙ্গে কোল্ডপ্লে শুনব। আমাকে ছাড়া কিন্তু দেখবে না। আমাদের স্বপ্নপূরণ হলো’, বলেন মিম।

সেই জমকালো রাতে রাজামংগলা স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শকে ঠাসা ভিড় ছিল। ভিড় ঠেলে স্টেডিয়ামে ঢুকেই প্রচণ্ড গরমে অস্বস্তিতে পড়েন মিম। সাড়ে আটটার পর মঞ্চে এসে ক্রিস মার্টিন গান ধরতেই যেন স্বস্তির দেখা পেলেন মিম।

আমার আছে জল, জোনাকির আলো–এর মতো সিনেমার অভিনেত্রী মিমের ভাষ্য, ‘গান শুরুর পর স্টেডিয়ামের পরিবেশটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। পরিবেশটারও পরিবর্তন হয়ে গেছে। সামনাসামনি কোল্ডপ্লেকে দেখলাম, দারুণ উপভোগ করেছি।’

ব্যাংককের রাজামংগলা স্টেডিয়ামে কোল্ডপ্লের কনসার্টে মিম ও সনি দম্পতি
ছবি: মিমের সৌজন্যে

‘দ্য সায়েন্টিস্ট’, ‘ফিক্স ইউ’, ‘ইয়োলো’র মতো জনপ্রিয় সব গান পরিবেশন করেছে কোল্ডপ্লে। প্রিয় গানের তালে প্রিয় মানুষের সঙ্গে নেচেছেনও মিম। মিমের মতো প্রিয় ব্যান্ডকে প্রথমবার সরাসরি শুনে সনি পোদ্দারও উচ্ছ্বসিত। তিনি ব্যাংকক থেকে প্রথম আলোকে বলেন, ‘চেষ্টার পর আমরা কনসার্টের টিকিট পেয়েছি। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।’

২০১৪ সাল থেকে কোল্ডপ্লে শোনেন বলে জানান সনি।

ব্যাংককের কোল্ডপ্লের পরিবেশনা
ছবি: কোল্ডপ্লের এক্স থেকে

কোল্ডপ্লেকে এ সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ডের একটি হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৭ সালে লন্ডনে গঠিত এই ব্যান্ডের প্রথম অ্যালবাম প্যারাশুটস নিয়ে আসে ব্যান্ডটি। প্রায় আড়াই যুগের পথচলায় বিশ্বজুড়ে ব্যান্ডটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও কোল্ডপ্লের জনপ্রিয়তা রয়েছে।

গত ২৯ জানুয়ারি ব্যাংককে স্বামী সনিকে নিয়ে ব্যাংককে উড়াল দিয়েছেন মিম। ৭ ফেব্রুয়ারি তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

থাইল্যান্ডে ঘুরছেন সনি ও মিম
ছবি: ফেসবুক থেকে

গত বছরের শেষ ভাগে সঞ্জয় সমাদ্দারের মানুষ ছবিতে পাওয়া গেছে মিমকে; এতে প্রথমবারের মতো ‘পুলিশ’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন টালিউডের তারকা অভিনেতা জিৎ। পশ্চিমবঙ্গের এই সিনেমা বাংলাদেশেও মুক্তি পেয়েছে।

এ বছর মুক্তির তালিকায় রয়েছে মিম অভিনীত সিনেমা দিগন্তে ফুলের আগুন। ওয়াহিদ তারেকের পরিচালিত এই সিনেমায় ‘পান্না কায়সার’ চরিত্রে অভিনয় করেছেন মিম এবং ‘শহীদুল্লা কায়সার’ চরিত্রে রয়েছেন মোস্তফা মন্ওয়ার। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি প্রযোজনা করছেন শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার দম্পতির কন্যা অভিনয়শিল্পী শমী কায়সার।

মিম
ছবি : অভিনেত্রীর সৌজন্যে

এর বাইরে কয়েকটি সিনেমা নিয়ে প্রাথমিক কথাবার্তা হলেও এখনো চূড়ান্ত করেননি মিম। এ বছরের পরিকল্পনা জানতে চাইলে মিম বলেন, ‘পরিকল্পনা করে কিছুই হয় না, আমার জীবনে যা কিছু হয়েছে, সবই পরিকল্পনা ছাড়া। ফলে পরিকল্পনা করি না।’

ঢাকায় ফিরে একাধিক ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেওয়ার কথা রয়েছে মিমের।

আরও পড়ুন