কে কী লিখে নববর্ষের শুভেচ্ছা জানালেন

করোনার শঙ্কা কেটে যাওয়ায় তারকাদের সুযোগ হয়েছে ঘর থেকে বের হওয়ার। কেউ শুটিং করছেন, কেউ পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন। কেউ নতুন, কেউবা পুরোনো দিনের ছবি দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। বরণ করছেন নতুন বছর ১৪৩০-কে। ফেসবুক পোস্টে কেমন ছিল তারকাদের পয়লা বৈশাখ!
১ / ১০
স্ত্রী নৃত্যশিল্পী মুনমুন আহমেদের সঙ্গে একটি সেলফি শেয়ার করে নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফা লিখেছেন, ‘বছর আসে, বছর যায়। কোনো কোনো দিন বিশেষ কারণে বিশেষ হয়ে ওঠে। আমরা পৃথিবীর পথিক। জীবনের শেষ ক্রান্তিলগ্নে পৌঁছানো পর্যন্ত এই পথযাত্রায় জীবনকে নানাভাবে আমরা সঞ্জীবিত করি, বর্ণময় করি। হাজারো প্রতিবন্ধকতাকে অতিক্রম করার পথে এই আত্মানুসন্ধানের ক্ষণগুলো আমাদের বিশেষত্ব, সৌন্দর্য, নিজস্বতাকে অনুভব করায়। আমাদের বোধের সমৃদ্ধি ঘটুক। আপন পরিচয়ে উজ্জ্বল থেকে এক গর্বিত পদচারণে চলতে থাকুক এক অসামান্য ভ্রমণ। শুভ নববর্ষ-১৪৩০’
ছবি : ফেসবুক
২ / ১০
দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান। এই মুহূর্তে দেশীয় এই অভিনয়শিল্পী পরিবারের সঙ্গে ভ্রমণে বের হয়েছেন। জাপানে ভ্রমণের স্থিরচিত্রও শোভা পাচ্ছে তাঁর ফেসবুক ওয়ালে। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সবার মঙ্গল কামনা করে ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘নব আনন্দে জাগো আজই এ নববর্ষের দিনে। গ্লানি, হতাশা ভুলে আসুক নতুন আশার জোয়ার। শুভ নববর্ষ’
ছবি : ফেসবুক
৩ / ১০
ঈদে মুক্তি পেতে যাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের প্রথম গান ‘কথা আছে’ দিয়ে আবারও আলোচনায় শাকিব খান। এ ছবিতে প্রতিবাদী কথার গানের সঙ্গে তাঁর পরিবেশনা ও ভিন্নলুকের কারণে প্রশংসিত হচ্ছেন তিনি। এই ঢালিউড তারকা তাঁর ফেসবুক পেজ এসকে ফিল্মসের মাধ্যমে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন ‘নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক সবার জীবন। শুভ নববর্ষ’
ছবি : এসকে ফিল্মসের ফেসবুক
৪ / ১০
‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়’, ‘নিঝুম রাতের আঁধারে’, ‘কাল সারা রাত’, ‘তোমায় খুঁজেছি’—‘ফিতা’ ক্যাসেটের যুগে প্রকাশিত হওয়া অবসকিওর ব্যান্ডের সাঈদ হাসান টিপুর গাওয়া এসব গান আজও গানপ্রেমীদের মুখে মুখে ফেরে। এসব গান ইউটিউবেও আছে। ইউটিউবে প্রকাশিত এসব গানের মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম আসবে, কিন্তু এই গান রয়ে যাবে অম্লান। আবার কেউ লিখেছেন, এই গানের কোনো দিনও বয়স হবে না বরং দিন দিন নতুন হবে। এসব গান সৃষ্টির পেছনে যে মানুষটির নাম জড়িয়ে আছে, সেই টিপুও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩০’
ছবি : ফেসবুক
৫ / ১০
সংগীতশিল্পী আঁখি আলমগীরের বড় মেয়ে আরিয়া আলতাফ এখন দেশের বাইরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছেন। এর আগপর্যন্ত দুই মেয়ে মা আঁখির সঙ্গেই থাকতেন। এবারই প্রথম বড় মেয়েকে ছাড়া মায়ের প্রথম বাংলা নববর্ষ পালন করছেন। নববর্ষের এই দিনে দুই মেয়ের সঙ্গে আগের একটি স্থিরচিত্র পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ছবি : ফেসবুক
৬ / ১০
তারকা দম্পতি নওশীন ও হিল্লোল এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছরের জুলাইয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নওশীন। সে হিসাবে এবারই প্রথম নবজাতককে নিয়ে তাঁদের বাংলা নববর্ষ উদ্‌যাপন। মেয়ে ও নওশীনকেসহ একটি স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে পোস্ট করে হিল্লোল লিখেছেন, ‘শুভ নববর্ষ সবাইকে’
ছবি : ফেসবুক
৭ / ১০
দেশের চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। বাংলা নববর্ষে তিনিও ফেসবুকের মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন
ছবি : ফেসবুক থেকে
৮ / ১০
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’খ্যাত মেহজাবীন নাটকের ব্যস্ত অভিনয়শিল্পী। বিনোদন অঙ্গনের নতুন মাধ্যম ওটিটিতেও ভিন্নধর্মী কাজ দিয়ে নিজেকে মেলে ধরছেন। ছোট পর্দার ব্যস্ত এই অভিনয়শিল্পী বাংলা নববর্ষের এই দিনে একাধিক স্থিরচিত্র তাঁর ফেসবুকে পোস্ট করেছেন। স্থিরচিত্রগুলো পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘বৈশাখ আসে, বৈশাখ আসে, স্বপ্নগুলো সত্য হবার কাছে...শুভ পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা দেবে’
ছবি : ফেসবুক থেকে
৯ / ১০
তরুণ প্রজন্মের ব্যস্ত অভিনয়শিল্পী সামিরা খান মাহি। র‌্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু মাহি এখন নাটকের ব্যস্ত একজন অভিনয়শিল্পী। ইমপ্রেস টেলিফিল্মের একটি চলচ্চিত্র অভিনয়ও করেছেন তিনি। আজ নিজের একটি স্থিরচিত্র পোস্ট করে মাহি লিখেছেন, ‘শুভ নববর্ষ’
ছবি : ফেসবুক
১০ / ১০
প্রিয়জনদের সঙ্গে একাধিক স্থিরচিত্র পোস্ট করে সংগীতশিল্পী সিঁথি সাহা লিখেছেন, ‘আমাদের মিষ্টি মধুর বৈশাখ’
ছবি : ফেসবুক