‘মনোনয়ন পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার’

যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের অনুভূতিকোলাজ
প্রকাশিত হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৩-এর মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। জুরিবোর্ড নির্বাচন করেছেন এ তালিকা। এবার ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ ও ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর রজতজয়ন্তী অনুষ্ঠান। ওই দিন জানা যাবে এবারের বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক, যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের অনুভূতি। গ্রন্থনা : মইনুল ওয়াজেদ

সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র
সেরা অভিনেতা
ইমতিয়াজ বর্ষণ (‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’)
মেরিল–প্রথম আলো জুরিদের কাছে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা আমাকে এই মনোনয়ন দিয়েছেন। আমার পরিচালক জুনায়েদ ভাইয়ের কাছেও আমি কৃতজ্ঞ। এটা একটা বিশেষ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। তারিক আনাম খানের মতো বিদগ্ধ শিল্পীর সঙ্গে মনোনয়ন, এটা একটা বিশাল পাওয়া। তারিক ভাই ও শাশ্বতর জন্য শুভকামনা।

ইমতিয়াজ বর্ষণ
ছবি : প্রথম আলো

তারিক আনাম খান (‘বুক পকেটে জীবন’)
মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৩–এর জুরিবোর্ডকে ধন্যবাদ। কৃতজ্ঞতা, অভিনন্দন অনন্য ইমন, আহমেদ তাওকীরসহ বুক পকেটে জীবন-এর কলাকুশলীদের। ইমতিয়াজ বর্ষণ, শাশ্বত দত্ত, তোমাদেরও অভিনন্দন ও শুভকামনা। মনোনয়ন, পুরস্কার অনুপ্রাণিত করে, সাহস জোগায়।

আরও পড়ুন
শ্বাশত দত্ত
সংগৃহীত

শাশ্বত দত্ত (‘সময় সব জানে’)
মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। একজন অভিনেতা হিসেবে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। পুরস্কার পাই কি না, জানি না, মনোনয়ন পেয়েই চাপ অনুভব করছি আগামী দিনে আরও মানসম্মত কাজ দর্শককে উপহার দেওয়ার। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথম আলো ও জুরিদের, যাঁরা আমাকে সেরা অভিনেতা হিসেবে যোগ্য মনে করেছেন।

তানজিম সাইয়ারা তটিনী
ফেসবুক থেকে

সেরা অভিনেত্রী
তানজিম সাইয়ারা তটিনী
(‘সময় সব জানে’)
এত কম বয়সে দুটি মনোনয়ন পাওয়া আমার চাওয়ার চেয়েও বেশি কিছু। সম্মানিত বিচারকদের ধন্যবাদ গুণী দুজন অভিনেত্রীর পাশে আমাকে বিবেচনা করেছেন। ধন্যবাদ মেরিল ও প্রথম আলোকে।

আরও পড়ুন
নাজিয়া হক অর্ষা। খালেদ সরকার

নাজিয়া হক অর্ষা (‘জাহান’)
মনোনয়ন সব সময় আনন্দের। সব সময় আমি বলে থাকি, বছরের অনেকগুলো কাজের মধ্য থেকে নির্দিষ্ট কিছু কাজ সিলেক্ট হয়ে সেখান থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া অনেক বড় ব্যাপার। নিঃসন্দেহে ভালো লাগে এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এবারও আমার একটি কাজ মনোনয়ন পেয়েছে, আমি অনেক আনন্দিত ও সম্মান অনুভব করছি।

আরও পড়ুন
সাবিলা নূর। ইনস্টাগ্রাম থেকে

সাবিলা নূর (‘ময়ূরপুচ্ছ কাক’)
মনোনয়ন পেলে প্রতিবারই ভালো লাগার একধরনের অনুভূতি কাজ করে। সেই সঙ্গে সমালোচকদের কাছে আমার অভিনয় ভালো লেগেছে, আমাকে যোগ্য মনে করেছেন, যা আমার জন্য অনেক বড় ব্যাপার। এবার আমার সঙ্গে যাঁরা মনোনয়ন পেয়েছেন, সবার প্রতি আমার পক্ষ থেকে শুভকামনা রইল।