অতিরিক্ত উচ্চতার জন্য কাজ পাননি...

হলিউড অভিনেতাদের মধ্যে ভিন্নভাবে ক্যারিয়ার শুরু হয়েছিল এই অভিনেতার। বহুবার ভেবেছিলেন, হয়তো উচ্চতা নিয়ে অভিনয় করা হবে না। একসময় উচ্চতা বেশি হওয়ায় কাজ পাননি। সেই অভিনেতাই অস্কার মনোনয়নে গড়েছেন রেকর্ড। আজ সেই অভিনেতা জেমস ক্রমওয়েলের জন্মদিন। জেনে নিতে পারেন অজানা কথাগুলো।
১ / ৫
তিনি এতটাই লম্বা ছিলেন যে শুরুর দিকে তাঁকে চেয়ারে বসে অভিনয় করতে হতো। কখনো ছোট দেখানোর জন্য ঠেস দিয়ে দাঁড়াতে হতো বা হেলান দিয়ে দাঁড়াতেন।
ছবি: আইএমডিবি
২ / ৫
উচ্চতা নিয়েই তাঁকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাঁর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। বেশি উচ্চতার জন্য অনেক সময় কাজ পাওয়াই কঠিন ছিল। অনেক সময় তিনি বাদ পড়েছেন।
ছবি: আইএমডিবি
৩ / ৫
তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু হয় শৈশবে। পরবর্তীকালে ৪০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন। তাঁর সামরিক জীবন সুবিধার ছিল না।
ছবি: আইএমডিবি
৪ / ৫
তিনি প্রায়ই পশুর অধিকার নিয়ে সোচ্চার, বিভিন্ন সময় প্রতিবাদও জানান। একটি আন্তর্জাতিক পশু অধিকার সংস্থার সম্মানিত ডিরেক্টর হিসেবেও কাজ করছেন।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৫ / ৫
অস্কার ঘিরে এখন পর্যন্ত তাঁর রেকর্ড কেউ ভাঙতে পারেসনি। তিনি অস্কারে মনোনয়ন পাওয়া সর্বাধিক লম্বা অভিনেতা। ‘বেবি’ সিনেমা দিয়ে তিনি অস্কার মনোনয়ন পান। এই সিনেমাই তাঁর ক্যারিয়ার বদলে দেয়। ১৯৪০ সালের ২৭ জানুয়ারি তাঁর জন্ম।
ছবি: আইএমডিবি