‘আমাকে মনে রাইখেন, আমাকে ভুলে যেয়েন না’—কীভাবে ভুলব আপনাকে তামিম

১ / ৬
অনুশীলনের ফাঁকে তামিম ইকবাল
শামসুল হক
তামিম ইকবালের বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় বিস্মিত দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীদের অনেকেই। বিনোদন অঙ্গনের অনেকেও এতে বিস্মিত হয়েছেন। তামিমের সঙ্গে এমন আচরণে তাঁরা প্রতিক্রিয়াও জানিয়েছেন। তামিমকে ঘিরে ফেসবুকে লেখা বিনোদন অঙ্গনের কয়েকজনের পোস্টে চোখ বুলিয়ে নেওয়া যাক
২ / ৬
ফুটবল খেলা ঘিরে পরিচালক খিজির হায়াত খান বানিয়েছেন ‘জাগো’ নামের একটি সিনেমা। যেকোনো ইস্যুতেও তিনি লেখালেখি করেন। তামিম ইকবালের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়ে তিনি লিখেছেন, ‘তুমি ওদের কাছে আনফিট হলেও তোমার ত্যাগ আর অর্জনের কথা ক্রিকেট ইতিহাস আর এ দেশের অনেক মানুষ মনে রাখবে তামিম ইকবাল খান। বেইমান কখনো আপন হয় না। যাওয়ার বেলায় কথাটা মনে রেখো, সে যত কাছের বন্ধুই ছিল না কেন।’
ছবি : সংগৃহীত
৩ / ৬
নাটক ও চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু একসময় খেলাধুলাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। ক্রিকেট নিয়ে তিনি ফেসবুকে বিভিন্ন সময় লেখেন। তামিমের উদ্দেশে তিনি লিখেছেন, ‘কষ্ট নিয়ে কোনো সম্পর্কই যেমন টিকিয়ে রাখা যায় না; এ রকম অমানবিক আচরণে কষ্ট পেয়ে, নিজের কাছে ছোট হয়ে বিশ্বকাপের মতন মঞ্চেও ভালো ফলাফল সম্ভব হতো না। দিন শেষে নিজের আত্মসম্মানবোধ বাঁচিয়ে রেখে সরে যাওয়াই ভালো। তামিম ইকবাল জাস্ট টুক অ্যাবসুলেটলি রাইট ডিসিশন।’
ছবি : সংগৃহীত
৪ / ৬
মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও ওয়েব সিরিজের ব্যস্ত অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণও ক্রিকেট বিশ্বকাপে তামিম ইকবালের না থাকায় কষ্ট পেয়েছেন। তিনি লিখেছেন, ‘তামিম আপনাকে আমরা কখনোই ভুলব না। আপনি আছেন, আপনি থাকবেন আমাদের হৃদয়ের গভীরে উচ্চাসনে আজীবন। আপনি যে নোংরামির সাথে থাকবেন না, সেটাই স্বাভাবিক। আপনি অনেক কিছু খোলাসা করে দিলেন। তবুও তারাই থাকবে। “সবকিছু নষ্টদের অধিকারে যাবে” অনেক আগে বলেছিলেন হুমায়ুন আজাদ। “আর কত নষ্টদের অধিকারে গেলে তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে নাদের আলী?”’
ছবি : সংগৃহীত
৫ / ৬
বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকাটাকে অবিচার মনে করছেন অভিনয়শিল্পী আনন্দ খালেদ। তিনি বললেন, ‘এত বড় অবিচার করা হলো তামিমের সাথে। যিনি সারা জীবন ওপেন করেছেন, তাঁকে বলা হলো নিচের দিকে ব্যাট করতে হবে! এরপরও তামিম যে ভিডিও বার্তা দিয়েছেন, তা যথেষ্ট সংযত ছিল। আমি তামিমের কণ্ঠে কোনো রাগ অনুভব করিনি। আর শেষের লাইনটা অসাধারণ ছিল—“আমাকে মনে রাইখেন, আমাকে  ভুলে যাইয়েন না” —কীভাবে ভুলব আপনাকে তামিম? ২০০৭ সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আপনার সেই ম্যাচ উইনিং ইনিংস! আমি সেই ইনিংসের কথা কোনো দিন ভুলতে পারব না।’
ছবি : সংগৃহীত
৬ / ৬
ছোট পর্দার নির্মাতা জাকারিয়া সৌখিনও কথা বলেছেন তামিম ইস্যুতে। তিনি লিখলেন, ‘তামিম ইকবালের বক্তব্য দেখলাম। সিরিয়াসলি, তাঁর কথা শুনে আমার চোখ ভিজে গেছে। তামিমের মতো একজন প্লেয়ারের সাথে যে অন্যায় করা হলো, তার জন্য বিসিবির প্রতিটি কর্মকর্তার বিচার হওয়া উচিত। আমাদের ক্রিকেট আর আমাদের নাই। ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড কিছু মানুষের ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে...’
ছবি : সংগৃহীত