সোহিনীর সাধের শরৎ ও আরও কিছু

তিনি পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী। ‘ফড়িং’ ছবিটির দৌলতে আমাদের দেশেও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় এই তারকা। ঘুরে বেড়াতে ভালোবাসেন। এই তো কিছুদিন আগে পাহাড়ে লম্বা সফর দিয়ে এলেন। এখন অবশ্য সমতলেই আছেন। প্রায় প্রতিদিন ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভক্তদের জানিয়ে দিচ্ছেন তাঁর হালচাল। শাড়ি-টিপে যেমন স্বচ্ছন্দ; জিনস, টি–শার্টেও তেমনি সাবলীল। তাঁর নানা রং, রূপের ছবি নিয়ে আজকের আয়োজন।

১ / ২০
পুরো নাম সোহিনী সরকার। ১৯৮৭ সালে ৬ মার্চ পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহে জন্ম, বেড়ে ওঠা।
২ / ২০
২০০৮ সালে টেলিভিশন ধারাবাহিক ‘রাজপথ’ দিয়ে তাঁর ছোট পর্দার অভিনয়জীবন শুরু। এরপর তিনি স্টার জলসায় প্রচারিত ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে কাজ করেন। ২০১৮ সালে শুরু হওয়া ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে কাজ করেন সোহিনী সরকার।
৩ / ২০
শোনা যায়, তিনি কর্মজীবনের শুরুর দিকে একটি ধারাবাহিকের শুটিংয়ে যৌন হয়রানির শিকার হয়েছিলেন, এরপর একটা ভালো কাজ পেয়ে ওই ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন।
৪ / ২০
সাধের শরৎ—এ ছবির ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী।
৫ / ২০
২০১৩ সালে ‘রূপকথা নয়’–এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা। একই বছরে ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ফড়িং’–এ অভিনয়।
৬ / ২০
‘সব কাজ সেরে তোমার কাছে ফিরে আসার সাধ জাগে’—এ ছবির ক্যাপশনে লিখেছেন সোহানী।
৭ / ২০
‘সব কাজ সেরে তোমার কাছে ফিরে আসার সাধ জাগে’—এ ছবির ক্যাপশনে লিখেছেন সোহানী।
৮ / ২০
তুলার মতো নরম আকাশ আর কাশফুলের অপেক্ষায়।
৯ / ২০
যদি লুকাতে চাও, রাঙিয়ে দাও লালে।
১০ / ২০
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেলবেলায়
১১ / ২০
একটি কাদামাখা দিন ও অমলতাস ফুল।
১২ / ২০
হলুদ বনে বনে নাকছাবিটি হারিয়ে গেছে সুখ নেইকো মনে...
১৩ / ২০
পিরিতি কাঁঠালের আঠা।
১৪ / ২০
শুধু জেদের বশে বেখেয়ালেই হৃদয়টাকে মিস করছি।
১৫ / ২০
সেই রোববারের উল্লাস!
১৬ / ২০
কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়।
১৭ / ২০
সবুজ বেছে নাও, সবুজই ভালো।
১৮ / ২০
শীতসংগীত
১৯ / ২০
নীল রঙের মিছিল।
২০ / ২০
নিজেকে ভালোবাসো।