কিছুদিন আগেই তৃতীয় বিয়ে করেছেন, এই অভিনেতাকে চিনতে পারছেন
তিনি অভিনেতা, রাজনীতিবিদও বটে। পর্দায় মূলত তাঁকে দেখা যায় কমেডি চরিত্রে। আজ এই অভিনেতার জন্মদিন। ৫৪ বছরে পা রাখলেন তিনি। কিছুদিন আগেই তৃতীয় বিয়ে করে প্রবলভাবে আলোচনায় ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের আলোচিত এই অভিনেতা আর কেউ নন, কাঞ্চন মল্লিক।
আজ কাঞ্চনের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার ছোটবেলার এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ।
এদিন শ্রীময়ীর পোস্ট করা কোনো ছবিতে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিকের একদম খুদে বেলার ছবি যেখানে তাঁর কপালজুড়ে চন্দন, গলায় মালা। কোথাও আবার রয়েছে তার থেকে আরও একটু বড়বেলার ছবি, যেখানে হাসিমুখে দাঁড়িয়ে আছেন অভিনেতা।
এই ছবিগুলো পোস্ট করে শ্রীময়ী লেখেন, ‘শুভ জন্মদিন আমার দুষ্টু কাঞ্চন। তুমি তোমার অধিকাংশ জীবনজুড়ে সবাইকে খুশি রাখার চেষ্টা করেছ নিজের কথা না ভেবেই। কখনো সন্তান হিসেবে, কখনো স্বামী হিসেবে, কখনো বাবা হিসেবে সবাইকে ভালো রাখতে চেয়েছ। তাই আমি এখন প্রার্থনা করি, যাতে ঈশ্বর তোমার সমস্ত ইচ্ছে পূরণ করে, যা তুমি এখনো পাওনি সব পাও।’
শ্রীময়ী এদিন কাঞ্চনের উদ্দেশে আরও লেখেন, ‘কৃষভি আর আমি সব সময় তোমার পাশে থাকব যেকোনো পরিস্থিতিতেই। আর এভাবেই আমরা তোমার সঙ্গে মজা করব, ভালোবাসব। প্লিজ, একটু সহ্য করে নিয়ো। আর আমাদের ক্ষমা করো। অনেক ভালোবাসি কাঞ্চন।’ কাঞ্চনের জন্মদিনে উপলক্ষে ৬ মে মধ্যরাতে কেক কেটে উদ্যাপন করেন তাঁরা। এই প্রথম মেয়েকে নিয়ে জন্মদিন উদ্যাপন, সেটা তো বিশেষ হবেই।
গত বছর ২ নভেম্বর বাবা হয়েছেন কাঞ্চন। দীপাবলির পরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। মেয়ের জন্মের পর অভিনেতা জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’।
২০০২ সালে ‘সাথী’ চলচ্চিত্র দিয়ে অভিষেক। এর পর অনেক সিনেমা, ওয়েব সিরিজ আর টিভি ধারাবাহিকে দেখা গেছে অভিনেতাকে।