কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম সং গাইবেন অরিজিৎ, যোগ দিচ্ছেন সালমান

বুধবার সন্ধ্যায় রবীন্দ্রসদনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করে উৎসব কমিটিভাস্কর মুখার্জি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। উৎসবের উদ্বোধন হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার সন্ধ্যায় রবীন্দ্রসদনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করে উৎসব কমিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, বীরবাহা হাঁসদা, চলচ্চিত্র ব্যক্তিত্ব হরনাথ চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, জুন মালিয়া, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল প্রমুখ।
৫ ডিসেম্বর শুরু হয়ে এবারের উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবে এবার বিশেষ অতিথি হয়ে আসছেন বলিউড তারকা সালমান খান। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের আসার কথা থাকলেও তাঁরা আসতে পারছেন না। তবে আসছেন জয়া বচ্চন, সালমান খানসহ বলিউড তারকা অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা প্রমুখ। উৎসবের উদ্বোধনী ছবি ‘দেয়া নেয়া’।

গতকাল সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার ৩৯টি দেশের ২১৯টি ছবি ২৩টি প্রেক্ষাগৃহে দেখানো হবে। এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য ১ হাজার ৫৯০টি আবেদন জমা পড়েছিল।

সংবাদ সম্মেলনে মিমি চক্রবর্তী ও জুন মালিয়া
ভাস্কর মুখার্জি

এবার এই উৎসবে বিদেশি চলচ্চিত্র নির্মাতা ছাড়া শতবর্ষের শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, দেবানন্দ, মুকেশ এবং শৈলেন্দ্রকে। এবার বাংলাদেশ থেকে আসছে জেলেদের জীবনযুদ্ধ নিয়ে তৈরি ছবি সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম বড় চমক অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় উৎসবে থিম সং গেয়েছেন তিনি। এবারই প্রথম উৎসবের জন্য নতুন করে থিম সং করা হয়েছে। এই প্রথম উৎসবে ‘বেঙ্গলি প্যানোরোমা’ বিভাগে দেওয়া হবে সাত লক্ষ টাকা মূল্যের পুরস্কার। এ ছাড়া রয়েছে গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি। উৎসব কমিটির সদস্য অভিনেতা চিরঞ্জিৎ বলেন, ‘অনেক আগেই উদ্যোগী হওয়া উচিত ছিল। তবে শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়েছে, এটা ভেবেই খুশি।’

এ বছর উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। ‘স্পেশাল ফোকাস কান্ট্রি’ অস্ট্রেলিয়া। উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রকে। ‘হোমেজ’ বিভাগে সৌমেন্দু রায়সহ আরও চার ব্যক্তিত্বের ছবি দেখানো হবে

এবার বাংলাদেশ থেকে আসছে জেলেদের জীবনযুদ্ধ নিয়ে তৈরি ছবি সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’
পোস্টার

৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের। উৎসবে থাকছে ‘ইন সার্চ অব আইডেনটিটি’ এবং পরিবেশবিষয়ক ছবি নিয়ে দুটি বিশেষ বিভাগ। মৃণাল সেনকে নিয়ে ‘দ্য ম্যাভেরিক’ এবং গগনেন্দ্র প্রদর্শনশালায় দেব আনন্দকে নিয়ে ‘এভার গ্রিন দেব আনন্দ’ শীর্ষক দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘মাস্টার ক্লাস’-এ অংশ নেবেন অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। উৎসবে তাঁর ‘কেনেডি’র প্রদর্শন উপলক্ষে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ। উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি।