চঞ্চল নাকি মৃণাল সেন? চমকে দিল ফার্স্ট লুক

চলতি বছরই ভারতের কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে প্রয়াত পরিচালকের জীবন ও তাঁর সময়ের গল্প নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন সিনেমা ‘পদাতিক’। সিনেমাটিতে মৃণাল সেনের চরিত্রে যে বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় করছেন, সেটা এত দিনে সবারই জানা। দিন দুই আগে সিনেমার নির্মাতা ও চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। আগে প্রকাশিত হয়েছিল সিনেমাটির একটি পোস্টার, যেখানে মৃণালের চরিত্রে চঞ্চলকে দেখে প্রশংসায় ভাসিয়েছিলেন দর্শকেরা। এবার প্রকাশ পেল সিনেমার বেশ কয়েকটি চরিত্রের ফার্স্ট লুক। সিনেমাটির প্রযোজক ফিরদাসুল হাসান ফেসবুকে ছবিগুলো প্রকাশ করেছেন, যেখানে নানা বয়সের মৃণাল সেনের চরিত্রে দেখা গেছে চঞ্চলকে, যা দেখে চমকে গেছেন অনেক দর্শক। অনেকেই বলেছেন, কোনটি মৃণাল সেন আর কোনটি চঞ্চল চৌধুরী, সেটা বুঝতেই পারছেন না তাঁরা।

সবচেয়ে আলোড়ন তুলেছে এ ছবি। যেখানে মৃণাল সেনের সেই চেনা ভূমিকায় দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। গায়ে সাদা পাঞ্জাবি, হাতে ধরা সিগারেট আর চোখে সেই পরিচিত মোটা ফ্রেমের কালো চশমা
ফেসবুক থেকে নেওয়া
‘পদাতিক’-এ মৃণাল সেনের ব্যক্তিজীবনের সঙ্গে উঠে আসবে তাঁর নির্মাণের গল্পও
ফেসবুক থেকে নেওয়া
এই ছবিতে আরও বয়োজ্যেষ্ঠ রূপে দেখা যাচ্ছে বাংলাদেশি অভিনেতাকে। সাদা চুল, সামনের অংশে টাক পড়ে যাওয়া রূপটিও পছন্দ করেছেন ভক্তরা
ফেসবুক থেকে নেওয়া
সিনেমায় মৃণাল সেনের ছেলে কুণাল সেনের কম বয়সী চরিত্রে দেখা যাবে কোরাক সামন্তকে
ফেসবুক থেকে নেওয়া
কুণাল সেনের বর্তমান চরিত্রে অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী
ফেসবুক থেকে নেওয়া
মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় মনামী ঘোষ
ফেসবুক থেকে নেওয়া
সিনেমার প্রযোজক বাস্তবের চরিত্র ও সিনেমার চরিত্রের পাশাপাশি ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন, যা নিয়ে সাধারণ দর্শক তো বটেই, অনেক পরিচালকও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই যেমন পরিচালক অরিন্দম শীল লিখেছেন, ‘দুর্দান্ত লুক।’ মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডুর প্রশংসাও করেছেন তিনি
ফেসবুক থেকে নেওয়া
আরও পড়ুন
আরও পড়ুন