মিমির ১০টি নতুন ছবি

শাকিব খানের বিপরীতে ‘তুফান’ ছবিতে অভিনয় করে বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত নাম কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি ঘুরতে ভালোবাসেন। ফুরসত মিললেই বেরিয়ে পড়েন পাহাড়, সমুদ্র থেকে জঙ্গলে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক মিমি সম্পর্কে দশটি তথ্য—

১ / ১০
মিমিকে প্রায়ই দেখা যায় দার্জিংলিয়ের আশপাশে বন্ধুদের নিয়ে চলে যেতে। ঘুরতে গিয়ে যতটা সম্ভব প্রকৃতির আশপাশে থাকতে পাছন্দ করেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থকে
২ / ১০
ঘুরতে গিয়ে মিমি চেষ্টা করেন পরিবেশ নিয়ে তাঁর ভক্তদের সচেতন করতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
প্রায়ই বেড়াতে গিয়ে মিমিকে দেখা যায় ভ্লগ করতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
এসব ভ্লগে প্রকাতিক সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি প্লাস্টিক দূষণ নিয়েও অনুসারীদের সতর্ক করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
ঘুরতে গিয়ে মিমি স্থানীয় খাবার খান, চেষ্টা করেন সেখানকার সংস্কৃতি সম্পর্কে যতটা সম্ভব জানতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
গত কয়েক বছরে বেশ কয়েকটি আলোচিত সিনেমা ও সিরিজে দেখা গেছে মিমিকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ১০
‘তুফান’ সিনেমার পর হইচইতে মুক্তি পাওয়া মিমির ওয়েব সিরিজ ‘ডাইনি’ ব্যাপকভাবে প্রশংসিত হয়। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ১০
সামনে মিমিকে দেখা যাবে ‘রক্তবীজ ২’ সিনেমায়। চলতি বছরই পূজায় মুক্তি পাবে সিনেমাটি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৯ / ১০
মিমি মনে করেন, টানা কাজের ফাঁকে ঘুরতে বের হলে নতুন করে আবার সতেজ হয়ে ফেরা যায়। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
১০ / ১০
কিছুদিন আগেই সিনেমার শুটিংয়ে থাইল্যান্ড থেকে ঘুরে এসেছেন মিমি। অভিনেত্রীর ফেসবুক থেকে