মিথিলা এবার গ্রামের দুরন্ত কিশোরী

রাফিয়াত রশীদ মিথিলা। সংগৃহীত

পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘ও অভাগী’। আজ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। নারীকেন্দ্রিক এই গল্পের ট্রেলারে অন্য এক মিথিলাকে দেখা গেল প্রতিবাদী ও রহস্যময়ী এক নারীর চরিত্রে। যাকে ঘিরেই সিনেমার গল্প। সিনেমায় উঠে এসেছে কিশোরী থেকে শুরু করে এক মায়ের সংগ্রামের ইতিবৃত্ত।

পোস্টারে মিথিলা। ছবি: সংগৃহীত

ট্রেলারে দেখা যায়, দুরন্ত এক কিশোরী। যে সব সময় গ্রামজুড়ে মাতিয়ে রাখে। তার এমন কাণ্ড দেখে সবাই ভাবে এই মেয়ে বিয়ের পরে কীভাবে সংসার করবে। কে তাকে ঘরে তুলবে। কখনো সামনে, কখনো আড়ালে শুনতে হয় নানা কথা। সেই মেয়ের একসময় বিয়ে হয়। তারপরও দুঃখ তার পিছু ছাড়ে না। একসময় তার স্বামী তাকে ছেড়ে যায়। সমাজে স্বামী ছাড়া নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়।

মিথিলা। ছবি: সংগৃহীত

সিনেমাটির গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ থেকে অনুপ্রাণিত। সিনেমাটি ২৯ মার্চ মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমাটির চরিত্রায়ণ নিয়ে মিথিলার ভাষ্য, ‘আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। দুটি সময়ের দুটি চরিত্র করতে হবে। একটি ১৫ থেকে ১৬ বছরের চঞ্চল তরুণীর, আরেকটি বিবাহিত ত্রিশোর্ধ্ব নারীর। অভাগীর ১০ বছরের ছেলে আছে। সব মিলিয়ে চরিত্র বেশ চ্যালেঞ্জিং। আমি সব সময়ই সিনেমাতে এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্র করতে পছন্দ করি।’

রাফিয়াত রশীদ মিথিলা। ছবি: ফেসবুক

শরৎচন্দ্রের মূল গল্পের সঙ্গে কিছুটা সংযোজন বিয়োজন করেই চিত্রনাট্য তৈরি হয়েছে। যোগ হয়েছে নতুন কিছু চরিত্র। গল্পে ষাট ও সত্তরের দশকের গ্রামীণ সংস্কৃতির বাস্তবতা তুলে ধরা হয়েছে। ‘অভাগী একজন যোদ্ধা’ উল্লেখ করে সিনেমার পরিচালক অনির্বাণ গণমাধ্যমে বলেছিলেন, ‘সে অন্যদের চেয়ে আলাদা, তার নিজস্ব ভাবনা আছে। আত্মবিশ্বাস নিয়ে একাই লড়ে যায় সে।’

সিনেমায় রাফিয়াত রশীদ মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, ইশান, জিনিয়া প্রমুখ।