‘চাঁদ মামা’র পর নতুন আইটেম গানেও ঝড় তুললেন নুসরাত

পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ। এবারের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে তাঁর ‘চাঁদ মামা’ গানে তাঁর রসায়ন আলোচনায় ছিল। এবার মুক্তি পেয়েছে কলকাতার সিনেমা ‘রক্তবীজ ২’ সিনেমার আইটেম গান। যেখানে পাওয়া গেছে আবেদনময়ী নুসরাতকে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ১০
শিবপ্রসাদ–নন্দিতা জুটির নতুন সিনেমা ‘রক্তবীজ ২’। ছবির আইটেম গান অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
মুক্তির পর গানটিতে নুসরাতে আবেদনময়ী পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে অন্তর্জালে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
এই গানের ক্যাচলাইনের নেপথ্যে শিলাজিৎ হলেও গানের কথায় হাত মিলিয়েছেন জিনিয়া সেন। গেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে পরিচিতি পাওয়া শিল্পী শ্রেষ্ঠা দাস। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
ছবিতে আছেন মিমি চক্রবর্তীও। টিজারে তাঁর বিকিনি লুক নিয়ে আলোচনায় হয়েছে। মিমি ও নুসরাত ব্যক্তিজীবনের বন্ধু। তবে কি ছবিটি তাদের প্রতিযাগিতায় নামিয়ে দিল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
এ প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত বলেন, ‘দুজনেই আমরা একই ছবিতে কাজ করেছি। যে ছবির নায়িকা হলেন মিমি চক্রবর্তী। মিমি খুব ভালো অভিনেত্রী। আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
গানটি নিয়ে তিনি আরও বলেন, ‘এই কাজটা খুব উপভোগ করেছি। ২০১১ সালে আমার প্রথম ছবি “শত্রু” মুক্তি পেয়েছিল। সে সময় থেকে দেখছি, নায়িকাদের আইটেম সং নিয়ে দর্শকের আলাদা উত্তেজনা থাকে। আর “যোদ্ধা” ছবিতে প্রথম আইটেম সং-এ পা মিলিয়েছিলাম আমি। দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছিলাম। নাচ করতে আমি খুব ভালবাসি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
নুসরাত মনে করেন, অনেকে আইটেম গার্ল বার ডান্সার বোঝেন। এটা ঠিক নয়। নুসরাত মনে করেন, এটা নৃত্যশিল্পকে দেখা উচিত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
গানটিতে যুক্ত হওয়ার গল্প জানিয়ে তিনি বলেন, ‘আমার জন্মদিনে শিবুদা ফোন করে এই কাজের কথা বলেছিলেন। গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। জ়িনিয়া সেন নিজের লেখার মাধ্যমে ফুটিয়েছেন অনুপ্রবেশকারী এবং পুরো বিষয়টা। জ়িনিয়া, শিলাদা অসাধারণ গান তৈরি করেছেন। এই কথাগুলো এমন ভাবে সাজিয়েছেন তাঁরা, যা অনেক ভাবে ব্যবহার করা যায়।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
তবে নুসরাতের আইটেম গানটি যে সবাই খুব ভালোভাবে নিয়েছেন তা নয়, অন্তর্জালে অনেকেই গানটির সমালোচনা করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১০ / ১০
নুসরাতকে সবশেষ দেখা গেছে ‘আড়ি’ সিনেমায়; মুক্তির অপেক্ষায় আছে আরও কয়েকটি সিনেমা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে