ভালো লাগার শহরে সিনেমার শুটিংয়ে এসে খুশি অপূর্ব
পশ্চিমবঙ্গের ‘চালচিত্র’ সিনেমা অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত মাস থেকে কলকাতায় সিনেমাটির শুটিংও শুরু হয়েছে।
ছবিতে অভিনয় করার জন্য অপূর্বও চলে এসেছেন কলকাতায়। এসেই যোগ দিয়েছেন শুটিংয়ে।
আজ সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার ভবানীপুর হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘চালচিত্র’ নিয়ে কথা বলেছেন ছবির প্রযোজক ফেরদৌসুল হাসান।
প্রতীম ডি গুপ্ত পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন রাইমা সেন, টোটা রায় চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বোস, শান্তনু মহেশ প্রমুখ। এটি একটি থ্রিলার ঘরানার ছবি।
অপূর্ব বলেছেন, তিনি এ ছবিতে অভিনয় করতে পেরে দারুণ খুশি। তিনি বলেন, ‘কলকাতা আমার ভালো লাগার শহর। তাই আমি এই ছবিতে অভিনয় করতে পেরে দারুণ খুশি। প্রথম পর্বের শুটিং সেরে আমি দেশে যাব। শিগগিরই ফিরে এসে আবার অংশ নেব দ্বিতীয় কিস্তির শুটিংয়ে।’
কলকাতার প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন ছবিটি প্রযোজনা করছে। ‘চালচিত্র’ আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।