মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা

মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর কাঁটাবনে এক অনুষ্ঠানের আয়োজন করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি
ছবি : সংগৃহীত

মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। প্রয়াত এ চলচ্চিত্রকারের জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর কাঁটাবনে এক অনুষ্ঠানের আয়োজন করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। অনুষ্ঠানে মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে স্মারক পোস্টারও প্রকাশ করা হয়। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই আয়োজনে সভাপতিত্ব করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে তিনি মৃণাল সেনকে নিয়ে বলেন, ‘উপমহাদেশের চলচ্চিত্রে তিনি অনন্য ও বিরলতম চলচ্চিত্র স্রষ্টা। একই সঙ্গে তুখোড় চিন্তাশীল, প্রতিবাদী মনন ও শিল্পসৌকর্যে অপ্রতিম এমন চলচ্চিত্রকার আর কেউ নেই। তিনি উপমহাদেশের প্যারালাল সিনেমার পথিকৃৎ, চলচ্চিত্রকার মৃণাল সেন। আমরা বাঙালিরা অবশ্যই সৌভাগ্যবান যে মৃণাল সেন বাংলা ভাষার চলচ্চিত্রকার এবং তিনি জন্মসূত্রে বাংলাদেশেরই মানুষ। আজ (গতকাল) তাঁর জন্মশতবর্ষের এই আনন্দঘন ক্ষণে আমরা তাঁর সৃষ্টির মধ্যে, তাঁর চিন্তার মধ্যে আমাদের চলচ্চিত্র চিন্তার অগ্রসরতার পথ ও পরিচয় খুঁজে পাই।’

সত্যজিৎ রায় ও ঋত্বিক কুমার ঘটকের সঙ্গে মৃণাল সেনের নির্মাণের পার্থক্য তুলে ধরে বেলায়াত হোসেন আরও বলেন, ‘তিনি সর্ব অর্থেই তাঁর সমকালের অন্য দুই মাস্টার চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও ঋত্বিক কুমার ঘটকের চেয়ে ভিন্নতর আঙ্গিক ও মেজাজের চলচ্চিত্র সৃষ্টি করেছেন, যা তাঁকে সম্পূর্ণ স্বতন্ত্র এক মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আর তাই আমরা তাঁর চলচ্চিত্র, তাঁর রচনা ও তাঁর জীবন পাঠে এ বছর নানা আয়োজনে এই জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

বেলায়াত হোসেন বলেন, বছরব্যাপী ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি পাঁচটি আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবর্ষকে উদ্‌যাপন করবে। এর মধ্যে থাকবে মৃণাল সেনের বিখ্যাত ‘ক্যালকাটা ট্রিলজি’ নিয়ে বিশেষ অধিবেশন, প্রদর্শনী ও বক্তৃতার আয়োজন; মৃণাল সেনের সমগ্র চলচ্চিত্র নিয়ে তিন দিনব্যাপী চলচ্চিত্রবিষয়ক কর্মশালা ‘মৃণালের ম্যানিফেস্টো’; মৃণাল সেনের চলচ্চিত্রবিষয়ক বই ও লেখা নিয়ে ‘মৃণালের চলচ্চিত্রচিন্তা’ শীর্ষক অধিবেশন। মৃণাল সেনের চলচ্চিত্রবিষয়ক বিশেষ বক্তৃতার আয়োজন, এ বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখোপাধ্যায়। এ ছাড়া মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ স্মারক পোস্টার প্রকাশ করা হয়েছে।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন ও শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ।

মৃণাল সেনের জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখার জন্য বিশেষ স্মারক পোস্টার ‘শতবর্ষে মৃণাল সেন: চলচ্চিত্রে অপরাজেয় কমরেড’-এর মোড়ক উন্মুক্ত করা হয়
ছবি : সংগৃহীত

অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক নির্মাতা অদ্রি হৃদয়েশ।
অনুষ্ঠানের শুরুতে মৃণাল সেনের জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখার জন্য বিশেষ স্মারক পোস্টার ‘শতবর্ষে মৃণাল সেন: চলচ্চিত্রে অপরাজেয় কমরেড’-এর মোড়ক উন্মুক্ত করা হয়। বিশেষ স্মারক পোস্টারটি ডিজাইন করেছেন শিল্পী সব্যসাচী হাজরা।