কলকাতার সিনেমায় বুবলী, সঙ্গে কৌশিক গাঙ্গুলী ও সৌরভ দাস

সিনেমার মূল তিন চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলী, বুবলী ও সৌরভ দাসছবি: কোলাজ

আট বছরের ক্যারিয়ারে প্রথমবার কোনো টালিউডের সিনেমায় নাম লেখালেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। নির্মাতা রাশেদ রাহার পরিচালনায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় এক তরুণ নির্মাতার চরিত্রে কাজ করছেন তিনি।
সিনেমার মূল তিন চরিত্রে বুবলী ছাড়া বাকি দুই চরিত্রে থাকছেন টালিউডের নির্মাতা ও অভিনয়শিল্পী কৌশিক গাঙ্গুলী ও টালিউডের তরুণ অভিনেতা সৌরভ দাস।

শবনম বুবলী
ছবি: ফেসবুক থেকে

আজ রোববার বিকেলে কলকাতার সাউথ সিটিতে এক সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা, প্রযোজকেরা। আনুষ্ঠানিক ঘোষণার আগে বুবলী প্রথম আলোকে জানান, এর আগেও একাধিকবার টালিউডের সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি; তবে করা হয়ে ওঠেনি। ‘ফ্ল্যাশব্যাক’–এর গল্পটি তাঁর পছন্দ হয়েছে।
বুবলীর ভাষ্যে, ‘কৌশিক গাঙ্গুলী স্যারের মতো গুণী নির্মাতা ও অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। রাশেদ রাহা ভাইয়ের মতো প্রমিজিং ডিরেক্টর সিনেমাটি পরিচালনা করছেন। সৌরভ দাস দাদাসহ সবার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’

কৌশিক গাঙ্গুলী
ছবি: পরিচালকের সৌজন্যে

পরিচালক রাশেদ রাহা প্রথম আলোকে বলেন, ‘বুবলীর কয়েকটি সিনেমা দেখে আমাদের খুব ভালো লেগেছে। সেই জায়গা থেকেই তাঁর সঙ্গে কাজের পরিকল্পনা করেছিলাম আমরা।’

সৌরভ দাস ও পরিচালক রাশেদ রাহা
ছবি: রাশেদ রাহার ফেসবুক থেকে

সিনেমার দৃশ্যধারণে অংশ নিতে ৭ জানুয়ারি কলকাতায় উড়াল দিয়েছেন বুবলী। কলকাতাসহ আশপাশে দৃশ্য ধারণ করা হবে। ২৫ জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

পাহাড়ের প্রেক্ষাপটে সিনেমার গল্প সাজানো হয়েছে। এতে দেখা যাবে, অঞ্জন (কৌশিক গাঙ্গুলী) নামের এক মঞ্চনাটকের খ্যাতিমান অভিনেতার সঙ্গে ভবঘুরে ডিকে (সৌরভ দাস) ও নির্মাতা শ্বেতার (বুবলী) দেখা হয়। কয়েকটি দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে।

সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। নির্মাতা রাশেদ রাহার সঙ্গে যৌথভাবে সিনেমার কাহিনিও লিখেছেন নির্ঝর। ছবিটি প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে রয়েছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্ট।

আরও পড়ুন