বোকাদের নিয়ে যে স্বস্তিকার অ্যালার্জি...

স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নতুন বছরে ভিন্নরূপে হাজির হলেন টালিউড তারকা স্বস্তিকা মুখোপাধ্যায়। বর্তমানে অডিশনের জন্য তিনি আছেন ভারতের মুম্বাইয়ে। সেখানেই নতুন বছরের প্রথম দিনগুলো উপভোগ করছেন অভিনেত্রী। নতুন ছবি দিয়ে একটি বার্তাও দিলেন ভক্ত-অনুরাগীদের। অভিনেত্রীর টি-শার্টের পেছনে ইংরেজিতে লেখা ‘অ্যালার্জেটিক টু ইডিয়টস’, অর্থাৎ বোকাদের নিয়ে যে স্বস্তিকার ভীষণ অ্যালার্জি আছে, বিশেষভাবে সেটিরই জানান দিলেন নায়িকা।

সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও জুড়ে দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর কিন্তু একই নিয়ম।’

স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এভাবে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরক্তির কারণগুলো অকপটে বলে দেন অভিনেত্রী।

ছবিতে দেখা গেছে, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে এ ছবি দিয়েই নতুন বছরের শুভেচ্ছা জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়, যে ছবিতে স্বস্তিকার টি-শার্টের পেছনে লেখা মূর্খদের নিয়ে দেওয়া বার্তাটিই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন

স্বস্তিকার পোস্ট মানেই ভিন্ন কিছু। এ কারণে রীতিমতো ভাইরাল হয়ে গেছে স্বস্তিকার নতুন ছবি। কেউ কেউ অভিনেত্রীকে জিজ্ঞেস করছেন, কালো টি-শার্টের খোঁজ তিনি কোথায় পেলেন? কেউ আবার তাঁর রসবোধের প্রশংসা করছেন।

নতুন বছরের শুরুতেই দর্শকের সামনে আসছেন স্বস্তিকা। ১০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘নিখোঁজ’-এর দ্বিতীয় মৌসুম। গত বছর থ্রিলার সিরিজটি মুক্তির পর জনপ্রিয়তা পেয়েছিল। তিনি ছাড়াও এ সিরিজে আছেন টোটা রায়চৌধুরী।