কানের ‘লা সিনেফ’ প্রোগ্রামে হারুর সম্পাদিত সিনেমা
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) পড়ছেন ঢাকার তরুণ চিত্রসম্পাদক মাহমুদ আবু নাসের, যিনি হারু নামে পরিচিত। সহপাঠীদের চলচ্চিত্র ‘আ ডল মেইড আপ অফ ক্লে’ সম্পাদনা করেছেন হারু।
এসআরএফটিআইয়ের শিক্ষার্থীদের চলচ্চিত্রটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের ‘লা সিনেফ’ প্রোগ্রামে নির্বাচিত হয়েছে।
হারু আজ রোববার প্রথম আলোকে জানান, সাড়ে তিন বছর ধরে তিনি এসআরএফটিআইয়ে ‘ফিল্ম এডিটিং’ নিয়ে পড়ছেন। ছবিটির প্রযোজক থেকে নির্মাতা প্রত্যেকেই এসআরএফটিআইয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নাইজেরিয়ান ফুটবলারকে কেন্দ্র করে, যিনি কলকাতায় খেলতে এসে ইনজুরিতে পড়েন। খেলতে না পেরে জীবিকা নির্বাহ করবেন কীভাবে, তা নিয়েই এগিয়েছে গল্প। ছবিটি পরিচালনা করেছেন কাকব গাব্রেহাওয়েরিয়া এবং প্রযোজনা করেছেন সাহিল।
বিশ্বের ফিল্ম স্কুলগুলোর শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রকে সম্মান জানাতে ও তরুণ নির্মাতাদের অনুপ্রেরণা জোগাতে ১৯৯৮ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে ‘লা সিনেফ’ প্রোগ্রামটি চালু হয়। এ বছর বিশ্বের বিভিন্ন ফিল্ম স্কুল থেকে আড়াই হাজারের বেশি চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে সেরা ১৬টি সিনেমা নির্বাচিত হয়েছে।
এ বছর কানে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হারুর জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। পরে পরিবারের সঙ্গে ঢাকায় থিতু হয়েছেন। চিত্রসম্পাদনার বাইরে নির্মাতা হিসেবেও পরিচিত তিনি।
এর আগে ২০২৩ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কনসেন্ট অব দ্য উইম্যান’ ও ২০১৮ সালে ‘এমআরপি’ নির্মাণ করেছেন হারু। ছবি দুটি দেশের বাইরে একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে।