অনুপম-প্রস্মিতার ‘টার্কিশ হলিডে’
গায়ক অনুপম আর প্রস্মিতার আলাপও বেশ পুরোনো। একসময় বন্ধুত্ব আর প্রেম। অবশেষে গত মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন অনুপম রায় আর গায়িকা প্রস্মিতা পাল। পরমব্রত আর প্রিয়ার মতো অনুপম-প্রস্মিতার বিয়ে নিয়েও শুরু হয় ট্রলিং। যদিও এসব গায়ে মাখাননি দম্পতি। নিজেদের মতো ব্যস্ত তাঁরা। গুছিয়ে নিচ্ছেন পেশাগত জীবন আর সংসারও।
যদিও বিয়ের পর একটু নিজেদের সময় দেওয়ার সুযোগ পাননি এই জুটি। কারণ, দুজনই ব্যস্ত। অনুপমের গান, প্রস্মিতার চাকরি-স্টেজ শো সব মিলিয়ে ব্যস্ত শিডিউল। এবার অবশ্য কিছুটা অবসর জুটেছে। তাই তো বিদেশ ভ্রমণে গেলেন নববিবাহিত যুগল। গেলেন ঐতিহাসিক দেশ তুরস্কে।
ভ্রমণের ছবিও সামাজিক মাধ্যমে স্ত্রীকে সঙ্গে নিয়ে ছবিও পোস্ট করেছেন অনুপম। লিখেছেন, “টার্কিশ হলিডে”। রং মিলিয়ে পোশাকও পরেন দুজনে। হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা প্রস্মিতার। অন্যদিকে হলুদ টি-শার্ট ও জিনস পরেছিলেন গায়ক।
২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়।
শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম। গত বছরের ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় পিয়ার।