চলে গেলেন ‘মৌচাক’, ‘বসন্ত বিলাপ’, ‘ডিস্কো ডান্সার’ অভিনেতা অমরনাথ

অমরনাথ মুখোপাধ্যায়
ছবি : সংগৃহীত

‘মৌচাক’, ‘বসন্ত বিলাপ’সহ একাধিক বাংলা ও হিন্দি সিনেমার অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় মারা গেছেন। গত বৃহস্পতিবার মুম্বাইয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। খবর আনন্দবাজার অনলাইন

আরও পড়ুন

সত্তরের দশকে বাংলা চলচ্চিত্রে পা রাখেন অমরনাথ। বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। অমরনাথের প্রথম ছায়াছবি ছিল ‘মেঘ কালো’। এ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। এরপর ‘কুহেলি’ ও ‘ছিন্নপত্র’ সিনেমায় সুযোগ পান। তবে পরবর্তী সময়ে ‘বসন্ত বিলাপ’, ‘মৌচাক’, ‘অগ্নিশ্বর’, ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘বিদ্রোহী’ চলচ্চিত্রে সবার নজর কাড়েন।

বাংলা সিনেমার পাশাপাশি হিন্দিতেও অভিনয় করেন অমরনাথ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য হিন্দি ছবি হলো ‘অমানুষ’, ‘ডিস্কো ডান্সার’। ‘ব্যারিস্টার বিনোদ’, ‘কিসমত’ ইত্যাদতি হিন্দি সিরিয়ালেও দেখা গেছে তাঁকে। করেছেন বাংলা ধারাবাহিক ‘জননী’ও।

এ ছাড়া বাংলা অনেক বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ‘বেদের মেয়ে জোসনা’। অভিনেতার শেষ বাংলা ছবি ছিল তরুণ মজুমদারের ‘আলো’। একই পরিচালকের ‘দুর্গেশনন্দিনী’ সিরিয়ালেও অভিনয় করেছিলেন অমরনাথ।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে অভিনেতার পুত্র চন্দ্রদীপ মুখোপাধ্যায় জানান, ২০০৫ সাল থেকে মুম্বইয়ে তাঁর কাছেই থাকতেন অমরনাথ। বাংলা ও হিন্দি ছবিতে সমান্তরালভাবে কাজ চালিয়ে গেলেও এই শিল্পী শেষজীবনে কিছুটা আড়ালে ছিলেন। এ প্রসঙ্গে চন্দ্রদীপ বলেন, ‘এটাই তো নিয়ম। সময়ের সঙ্গে একদিন সবাইকে তাঁর জায়গা ছেড়ে দিতে হয়। বাবাও সময়মতো নিজেকে সরিয়ে নিয়েছিলেন।’