বাবা-মায়ের হাত ধরে দোকানে দোকানে ঘুরে বেড়াতেন রাণী রাসমণির দিতি
নতুন বছরকে নানা আয়োজনে বরণ করা হচ্ছে দেশে। দেশের বিনোদনজগতের তারকারা তাঁদের নতুন বছরের পরিকল্পনা সাজিয়েছেন। তেমনি পশ্চিমবঙ্গের নানা মাধ্যমের তারকারা নতুন বছরকে উদ্যাপনের প্রস্তুতি নিয়েছেন। দুই বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাণী রাসমণি’র অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জানিয়েছেন নতুন বছর নিয়ে তাঁর প্রস্তুতি। করেছেন অতীতের পয়লা বৈশাখের উদ্যাপনের স্মৃতি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’–এর প্রতিবেদককে দিতিপ্রিয়া জানিয়েছেন, তাঁর স্মৃতিতে ছোটবেলার নববর্ষ উদ্যাপন স্পষ্ট। কলকাতায় বড় হয়েছেন তিনি। এখনো মনে পড়ে, ছোটবেলার হালখাতা, বাবা–মায়ের হাত ধরে দোকানে দোকানে ঘুরে বেড়াতেন। তাঁর সবচেয়ে বেশি মনে পড়ে, হেঁটে সব দোকানে ঘুরে ঘুরে হালখাতা করতেন বাবা–মাকে নিয়ে। একটা ক্যালেন্ডার, আরেকটা মিষ্টির প্যাকেট শুভেচ্ছা হিসেবে দিতেন দোকানিরা। ছোটবেলা থেকে এভাবেই কাটত তাঁর। নতুন জামা, খাবারদাবার—সবকিছু মিলিয়ে একরকম দারুণ আড়ম্বরে কাটত। দিতিপ্রিয়ার ভাষায়, ‘এটা যে আমার কী ভালো লাগত, বলে বোঝানো যাবে না।’
তিনি জানান, এখনো যেতে হয়। না গেলে খুব মুশকিল। ছোটবেলা থেকে যে জায়গায় গেছেন সেখানে অল্প সময়ের জন্য হলেও মুখ দেখাতে হয় দিতিপ্রিয়াকে। তবে এখন দায়িত্ব বেড়েছে, পরিচিতি বেড়েছে। এবারের পরিকল্পনাও জানিয়েছেন দিতিপ্রিয়া।
কিছুটা আক্ষেপ তাঁর, কেননা এদিন সকাল থেকে ডাবিং। তারপর সুদীপ্তা চক্রবর্তীর একাডেমিতে যাবেন। তিনি জানান, বাড়িতে মা রান্নাবান্না করবেন। বিশেষ আয়োজন থাকবে। এবার হয়তো ব্যস্ততার কারণে মায়ের হাতের খাবার মিস যাবে!
যিশু সেনগুপ্তর বাচ্চা মেয়ে সেজে অভিনয় করেছিলেন ‘অপরাজিত’ সিরিয়ালে। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও তিনিই পরে হলেন বাংলা সিরিয়ালের ‘রাণী রাসমণি’। দিতিপ্রিয়ার উত্থান রাণী রাসমণি থেকেই। তরুণী রাসমণির চরিত্রে অভিনয় দিয়ে শুরু করেন ধারাবাহিক।
তারপর এমন জনপ্রিয় হয়ে ওঠেন, যে পরিণত বয়সের রাসমণিতেও তাঁকে নেওয়া হয়। সাদা থান পরা, সাদা পাকা চুল ও গলায় কণ্ঠি পরিহিতা দিতিপ্রিয়ার সেই লুক দুই বাংলার দর্শকের অনেকেরই মনে আছে।
‘করুণাময়ী রাণী রাসমণি’তে তাঁর কাজ শেষ হওয়ার পর নিজেকে আরও ভাঙতে শুরু করেন অভিনেত্রী। বর্তমানে চলচ্চিত্রে মন দিয়েছেন দিতিপ্রিয়া। কাজ করছেন ওয়েব সিরিজেও। সর্বশেষ মুক্তি পেয়েছে ‘আয় খুকু আয়’, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করেন দিতিপ্রিয়া।