দুই বাংলার ‘মানুষ’

জিৎ ও বিদ্যা সিনহা মিমসংগৃহীত

আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে জিৎ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মানুষ’। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ফেসবুক পেজে প্রকাশ হয় ছবির প্রথম লুক পোস্টার। এরপর অভিনেতা জিতের নিজের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামসহ ছবির দুই বাংলার শিল্পী–কলাকুশলীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ছড়িয়েছে পোস্টারটি।
ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশি ছোট পর্দার পরিচালক সঞ্জয় সমাদ্দার। ছবির চিত্রনাট্যও তাঁর। জিতের ঘর থেকে এটি প্রথম বাংলাদেশি কোনো পরিচালকের ছবি।

পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘দুই বাংলা মিলেই এটি প্রথম সিনেমা আমার। জিতের মতো সুপারস্টারের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশি হিসেবে আমি প্রথম কাজ করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য বড় সম্মানের। তা ছাড়া এই ছবির নায়কও জিৎ।

মঙ্গলবার দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ফেসবুক পেজে প্রকাশ হয় ছবির প্রথম লুক পোস্টার

আর দুই বাংলা মিলিয়েও এটি আমার প্রথম কাজ। প্রথম লুক প্রকাশের পর কলকাতা ও বাংলাদেশ—দুই জায়গা থেকেই শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আনন্দটা অনেক বেশি।’

শুটিং শেষ হয়েছে। ছবিটি এখন মুক্তির মিছিলে। কাজটি নিয়ে প্রযোজক–নায়ক জিৎ কতটা আশাবাদী, জানতে চাইলে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘অনেক যত্ন নিয়ে কাজ করেছি। আমি বাংলাদেশের পরিচালক। আমাকে বিশ্বাস করে, আমার ওপর আস্থা রেখে জিৎ দাদা আমাকে দিয়ে কাজটি করিয়েছেন। শুটিং শেষ হওয়ার আগে-পরে আমার সঙ্গে তাঁর আচার-আচরণে মনে হয়েছে, তিনি আমার প্রতি, আমার কাজের প্রতি খুশি।’

জিৎ
ফেসবুক থেকে

গত বছরের ১৬ ডিসেম্বর শুটিং শুরু হয় ‘মানুষ’ ছবির। কলকাতা শহর, পুরুলিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে টানা ৪০ দিন শুটিং হয়েছে ছবিটির। ছবিতে আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চ্যাটার্জি প্রমুখ।
এর আগে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘বাদশা’, ‘বস ২’, ‘সুলতান: দ্য সেভিয়ার’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘ব্ল্যাক’ ছবিগুলোতে অভিনয় করেছেন জিৎ।