পুত্রকে নিয়ে ফেসবুক পোস্টে কী লিখলেন পরমব্রত
পুত্রসন্তানের বাবা হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়—খবরটা গতকালই প্রকাশ্যে এসেছে। এবার আনুষ্ঠানিকভাবে পুত্রসন্তানের আগমনের খবর দিলেন তিনি।
আজ সকালে এক ফেসবুক পোস্টে পরমব্রত লিখেছেন, ‘আমাদের প্রথম সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি, আপনাদের সবার উষ্ণ শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন
গতকাল রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। মা ও পুত্র দুজনই সুস্থ আছে।
পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে শুরু করে তাঁদের ভক্ত-অনুসারীরা।
২০২৩ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন পরম-পিয়া। তবে বিয়ের আগে তাঁদের প্রেম নিয়ে দুজনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।
এ বছর পরমের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ থেকে ‘কিলবিল সোসাইটি’ বক্স অফিসে সাড়া ফেলেছে।