কারও সঙ্গে কফি খেতে গেলেও লেখে, প্রেম করছি: স্বস্তিকা মুখার্জি

শুক্রবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম আলোকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রেম নিয়ে বরাবরের মতোই অকপট ছিলেন স্বস্তিকা।

ভারতীয় বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিশিল্পীর ফেসবুক পেজ থেকে

‘আমার জীবনে প্রেম খুব কম এসেছে, কিন্তু মানুষ এমনভাবে বলে যে আমি ৪০টার মতো প্রেম করেছি। আমার প্রেমের কথা আমি নিজেই বলেছি। আমিই বলেছি, এর সঙ্গে আমার সম্পর্ক, একে আমি ভালোবাসি।’ প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন ভারতীয় অভিনয়শিল্পী স্বস্তিকা মুখার্জি।

দুই যুগের ক্যারিয়ারে টালিউড ও বলিউডে ‘শিবপুর’, ‘পাতাললোক’, ‘তাসের ঘর’, ‘কালা’, ‘শাহজাহান রিজেন্সি’র মতো সিনেমা-সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ৪৩ বছর বয়সী এই তারকা অভিনেত্রী।

টালিউডের সিনেমা ‘বিজয়ার পরে’ নিয়ে প্রায় দেড় দশক পর ঢাকায় এসেছেন তিনি। দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত মঙ্গলবার সিনেমাটি দেখানো হয়েছে। স্বস্তিকার দেখা পেতে হুমড়ি খেয়ে পড়েছেন ঢাকার অনুরাগীরা।

সপ্তাহখানেকের ঢাকা সফর শেষে শুক্রবার দুপুরে ঢাকা ছেড়েছেন তিনি। এর আগে শুক্রবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম আলোকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রেম নিয়ে বরাবরের মতোই অকপট ছিলেন স্বস্তিকা।

‘বিজয়ার পরে’ সিনেমা নিয়ে প্রায় দেড় দশক পর ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জি
শিল্পীর ফেসবুক পেজ থেকে

স্বস্তিকার সঙ্গে নির্মাতা সৃজিত মুখার্জি, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রেমের খবর এসেছে সংবাদমাধ্যমে। প্রেম কিংবা বিচ্ছেদ নিয়ে কখনোই লুকোছাপা করেননি এই তারকা।

স্বস্তিকা বলেন, তাঁর সাবেক প্রেমিকের সংখ্যা হাতে গোনা চার থেকে পাঁচজন হবে। কিন্তু এতজনকে জড়িয়ে খবর প্রকাশিত হয়েছে যে, মানুষ ভাবে ৪০ জন। ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ অভিনেত্রীর ভাষ্যে, ‘কারও সঙ্গে কফি খেতে গেলেও খবর হয়েছে, আমি তাঁর সঙ্গে প্রেম করছি।’

স্বস্তিকা মুখার্জি
শিল্পীর ফেসবুক পেজ থেকে

গত বছর মুক্তিপ্রাপ্ত নির্মাতা অরিন্দম ভট্টাচার্যের ‘শিবপুর’ সিনেমায় স্বস্তিকার সহশিল্পী ছিলেন তাঁর সাবেক পরমব্রত চট্টোপাধ্যায়। এখন আরেক সাবেক সৃজিত মুখার্জির ‘টেক্কা’ সিনেমায় কাজ করছেন তিনি।

প্রেম ভেঙে গেলে সাধারণের মতো তারকাদেরও অনেকে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। কেউ কেউ সাবেকের বিরুদ্ধে কুৎসাও রটান। স্বস্তিকা স্বীকার করলেন, প্রেম ভাঙার পর তিনি কঠিন সময় পার করেছেন।

‘পরমের সঙ্গে, সৃজিতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আমি কাগজও দেখতাম না। কারণ, কাগজে ওদের ছবি বেরোবে। রাগে না; আমি ভেবেছিলাম দুঃখে মরে যাব। তারপর অনেক সময় পেরিয়েছে। সময় যত যায়, মানুষ সম্পর্কের ভালোটাই মনে রাখে, খারাপটা মাথা থেকে মুছে যায়।,’ বললেন অভিনেত্রী।

স্বস্তিকা মুখার্জি
শিল্পীর ফেসবুক পেজ থেকে

ক্রমেই সাবেকদের সঙ্গেও পেশাদার সম্পর্কটা জারি রাখলেন তিনি। সাবেকদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার টোটকা কী?—এমন প্রশ্নের জবাবে নিজের অভিজ্ঞতা ভাগ করে তিনি বললেন, ‘তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁদের কোনো কাজ ভালো লাগলে ফোন করে বলেছি, কাজটা ভালো হয়েছে। তাঁদের সঙ্গে কাজ করেছি। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রথম দু–এক ঘণ্টা হয়তো অস্বস্তি লেগেছে। পরে ভেবেছি, আমার চরিত্রের মধ্যে কোনো ব্যক্তিগত বিষয়ের কোনো প্রভাব না পড়ুক। নিজেকে সামলে নিয়েছি।’

স্বস্তিকা মুখার্জি
শিল্পীর ফেসবুক পেজ থেকে

পরমব্রতের সঙ্গে স্বস্তিকার প্রেম ভেঙেছে দেড় দশক আগে। এর মধ্যে দুজনের জীবনে আলাদা মানুষ এসেছে। গত বছরের অক্টোবরে কলকাতার মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেতা পরম। বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রুপের মধ্যে পরমের পাশে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা।

‘হইচইয়ের একটা পার্টিতে পরমের সঙ্গে দেখা হয়েছে, পরমকে জড়িয়ে ধরে বললাম, “ভালো থাকিস। তোর বউকে আমার বেশি ভালো লাগে। পিয়াকে আমি সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করি। তোদের বিয়ের সময় এত কাণ্ড ঘটল, আমি তোদের নিয়ে প্রতিবাদ করেছি।” আমার মনে হয়েছে, অন্যায়কে অন্যায় বলতে হবে। সেটা আমার সাবেক হোক আর ফিউচার হোক। যাদের আমি ভালোবাসি তাঁদেরকে দেখলে আমার খুব মায়া লাগে,’ বললেন তিনি।

আসন্ন পূজায় মুক্তির অপেক্ষায় থাকা সৃজিত মুখার্জির ‘টেক্কা’ সিনেমায় অভিনয় করছেন স্বস্তিকা। ঢাকায় আসার আগে সিনেমার শুটিং করে এসেছেন তিনি।

স্বস্তিকা মুখার্জি
শিল্পীর ফেসবুক পেজ থেকে

সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে স্বস্তিকা বলেন, ‘...তাঁর কাজটাকে শ্রদ্ধা করি, কাজ করতে ভালো লাগে। তবে সে যখন বলে, আমার বাড়িতে গিয়ে একা থাকতে হবে। তখন আমার কষ্ট হয়, মায়া লাগে। তাঁর সঙ্গে হয়তো ফেরত যাব না, কিন্তু মায়া লাগে।’

‘বিজয়ার পরে’ সিনেমায স্বস্তিকা মুখার্জি
শিল্পীর ফেসবুক পেজ থেকে

সাক্ষাৎকার শেষে ফ্লাইট ধরতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হন স্বস্তিকা। এপ্রিল মাসে আবারও ঢাকায় আসবেন তিনি।

ঢাকা তরুণ নির্মাতা কামরুল ইসলামের ‘ওয়ান ইলেভেন’ সিনেমার দৃশ্যধারণে অংশ নেবেন এই অভিনেত্রী। এ সিনেমায় আফজাল হোসেনসহ আরও কয়েকজন থাকছেন।


(স্বস্তিকা মুখার্জির পুরো সাক্ষাৎকার রোববার প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত হবে।)

আরও পড়ুন