কেন সৃজিতের সিনেমায় জয়াকে প্রধান চরিত্রে দেখা যায় না
সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’, ‘এক যে ছিল রাজা’ সিনেমায় দেখা গেছে জয়া আহসানকে। কোনোটিতেই তিনি প্রধান চরিত্র ছিলেন না। পরিচালকের নতুন সিনেমা ‘দশম অবতার’-এ–ও আছেন জয়া।
এ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও তিনি প্রধান চরিত্র নন। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের দৈনিক এই সময়ের সঙ্গে কথা বলেছেন সৃজিত।
পূজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দশম অবতার’-এ আবার জুটি বেঁধেছেন সৃজিত-জয়া, পরিচালক ও অভিনেত্রী জুটি। সিনেমাতে জয়াকে নেওয়ার কারণ জানিয়ে সৃজিত বলেন, এটা অ্যাকশন থ্রিলার। ফিটনেস দরকার। তার সঙ্গে অভিনয়-দক্ষতা। তাই জয়া চরিত্রটির জন্য উপযুক্ত।
শুরুতে চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গাঙ্গুলির। তিনি সন্তানসম্ভবা হওয়ার পর তাঁর বদলে বাংলাদেশি অভিনেত্রী চুক্তিবদ্ধ হন।
এ প্রসঙ্গে এই সময়ের প্রতিবেদককে জয়া বলেন, ‘কার কারার কথা ছিল, তাতে কিছু যায় আসে না। দেখার এটাই, কে শেষ পর্যন্ত চরিত্রটায় স্ট্যান্ড আউট করতে পারলেন। একটা পুতুল যাঁর কাছে যাওয়ার, তাঁর কাছেই যাবে। তেমনই একটা চরিত্র। সৃজিত বারবার আমাকে অন্যরকম চরিত্র দেয়। তবে এই চরিত্রটায় ব্যাপ্তি বেশি।’
সৃজিতের সিনেমায় কয়েকবার দেখা গেলেও পরিচালক জয়াকে কখনো প্রধান চরিত্রে নেননি। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে সৃজিত এই সময়কে বলেন, ‘অনেক অভিনেত্রীরই অভিযোগ রয়েছে এই বিষয়ে। এটা স্বীকার করি, আমার ছবিতে পুরুষ চরিত্ররা বেশি প্রাধান্য পেয়েছে। যদিও জয়া আমার ছবিতে শক্তিশালী নারী চরিত্র করেছে, তবে ওঁকে ছবির প্রধান মুখ করতে হলে, আমাকে “বিসর্জন” বা “অর্ধাঙ্গিনী”–এর মতো ছবি করতে হবে। কৌশিকদা (গঙ্গোপাধ্যায়) জয়াকে এমন নিপুণভাবে প্রধান চরিত্র দিচ্ছেন। ভাবছি, আমিও যদি জয়াকেই লিড চরিত্র দিই, তা হলে বুম্বাদা বা অনিবার্ণকে কে লিড দেবেন? এটা নিয়ে কৌশিকদার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি (সৃজিতের কথা শুনে জয়া হেসে ফেলেন)।’