কলকাতার চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেল বাংলাদেশের সাতটি অণুছবি

এ বছরও শুরু হয়েছে তুড়ি ফিল্মোৎসবে অণুছবির প্রতিযোগিতাসংগৃহীত

সম্প্রতি একঝাঁক তারকার উপস্থিতিতে দক্ষিণ কলকাতার একটি নামী ক্লাবে অনুষ্ঠিত হল তুড়ি ফিল্ম ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে আরও কিছু ছবির সঙ্গে প্রদর্শিত হলো বাংলাদেশের একগুচ্ছ ছবি। প্রতিযোগিতায় জমা পড়া বিভিন্ন ছবির মধ্য থেকে বাংলাদেশের নির্বাচিত সাতটি অণুছবি দেখানো হয়।

আরও পড়ুন

ছবিগুলো হলো, ‘টোকাই’ (পরিচালক জসীম উদ্দিন ইমন), ‘ইনভিনসিবল পাওয়ার’ (আফ্রা ইবনাত ফাহিমা), ‘না পাক: দ্য ডার্টি স্টেট’ (রাগিব শাহরিয়ার সৈকত), ‘বেগুনি বিকেল’ (জায়েদ বিন আশরাফ), ‘কালার পেনসিল’ (নুরুজ্জামাল রাজীব), ‘ধূসর পাণ্ডুলিপি’ (মামুন সোভানি) ও ‘রান অ্যাওয়ে’ (ইশতিয়াক আহমেদ জিহাদ)। প্রতিটি ছবিই প্রশংসিত হয়।

সম্প্রতি একঝাঁক তারকার উপস্থিতিতে দক্ষিণ কলকাতার একটি নামী ক্লাবে অনুষ্ঠিত হল তুড়ি ফিল্ম ফেস্টিভ্যাল
সংগৃহীত

গত বছরের পর, এ বছরও শুরু হয়েছে তুড়ি ফিল্মোৎসবে অণুছবির প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন যেকোনো উৎসাহী মানুষ। ‘এ বছর যেকোনো ক্যামেরায়, যেকোনো ভাষায় (ইংরেজি সাবটাইটেলসহ) অনধিক পাঁচ মিনিটের ছবি জমা দেওয়া যাবে ১৫ জুন ২০২৪-এর মধ্যে,’ জানিয়েছেন তুড়ি ফিল্মসের অধিকর্তা অনিমেষ গোস্বামী। অণুছবির উৎসব, তাই ফেস্টিভ্যালের নাম ‘তুড়ি ’, জানিয়েছেন উদ্যোক্তারা।

এ বছর বিচারক হিসেবে থাকছেন কলকাতার চিত্রপরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায়, চলচ্চিত্র পরিচালক ও অধ্যাপক অশোক বিশ্বনাথন এবং মুম্বাইনিবাসী বিজ্ঞাপন ব্যক্তিত্ব ও চিত্রসংলাপ রচয়িতা সাগর কপুর। কলকাতার বাণিজ্যসফল চিত্রপরিচালক অরিন্দম শীলের একটি পাঁচ মিনিটের ছবি দেখানো হবে, যা হতে চলেছে এই ফিল্মোৎসবের বিশেষ আকর্ষণ।

‘গত বছর আমরা দিয়েছিলাম পাঁচটি পুরস্কার, এ বছর তার সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১১,’ অনিমেষ গোস্বামীকে উদ্ধৃত করে এক প্রেস বিবৃতিতে এ কথা জানিয়েছেন উদ্যোক্তারা। এ বছরের মোট পুরস্কারমূল্য ভারতীয় রুপিতে দুই লাখ বলে জানানো হয়েছে। গত বছর প্রতিযোগিতার জন্য জমা পড়েছিল মোট ১৫০টি ছবি, যার মধ্যে বাংলাদেশ থেকে জমা পড়া ছবির সংখ্যা ছিল ৩০।