চলে গেলেন সত্যজিতের ছবির চিত্রগ্রাহক সৌমেন্দু রায়

সৌমেন্দু রায়। ভাস্কর মুখার্জি

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়। গতকাল বুধবার দুপুরে কলকাতার বালিগঞ্জে নিজের বাসভবনেই মারা যান তিনি। সৌমেন্দু রায়ের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছিলেন অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবির চিত্রগ্রাহক, একান্ত কাছের মানুষ। সত্যজিতের ছবির মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল তাঁর। গতকাল সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

সত্যজিৎ রায়ে বিভিন্ন কালজয়ী ছবির চিত্রগ্রাহক ছিলেন এই সৌমেন্দু রায়।

সৌমেন্দু রায়। ভাস্কর মুখার্জি

সত্যজিতের প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’র সিনেমাটোগ্রাফার ছিলেন সুব্রত মিত্র। সেই ছবির ইউনিটে ছিলেন এই সৌমেন্দু রায়।

আরও পড়ুন

১৯৬১ সালে সৌমেন্দু রায়ের হাতে নির্মিত হয় ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ তথ্যচিত্রটি। আর সেই ছবির চিত্রগ্রাহক হয়ে যাত্রা শুরু হয় সৌমেন্দু রায়ের। তিনি ৪৯টি সিনেমার সিনেমাটোগ্রাফারের কাজ করেন। তাঁর শেষ ছবি ছিল ‘আজব গাঁয়ের আজব কথা’।

সত্যজিতের প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’র সিনেমাটোগ্রাফার ছিলেন সুব্রত মিত্র
ফেসবুক থেকে

সৌমেন্দু রায়ের অন্য উল্লেখযোগ্য সিনেমা ও তথ্যচিত্রের মধ্যে আছে ‘তিন কন্যা’, ‘অভিযান’, ‘পলাতক’, ‘অভয় ও শ্রীকান্ত’, ‘বালিকা বধূ’, ‘মহাপুরুষ’, ‘কালপুরুষ’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘প্রতিদ্বন্দ্বী, ‘কুহেলি’, ‘সিকিম’, ‘অশনিসংকেত’, ‘সোনার কেল্লা’, ‘জন অরণ্য’, ‘নিধিরাম সর্দার’, ‘জয়বাবা ফেলুনাথ’, ‘হীরক রাজার দেশে’, ‘পিকু’, ‘ঘরে বাইরে’, ‘আগুন’, ‘দেবতা’, ‘অন্তর্ধান’ ইত্যাদি।

সত্যজিতের ছবির মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল তাঁর
ফেসবুক থেকে

সত্যজিৎ ছাড়াও তপন সিংহ, তরুণ মজুমদার, উৎপলেন্দু চক্রবর্তী, বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে কাজ করেছেন সৌমেন্দু রায়। এ ছাড়া তিনি ছিলেন পশ্চিমবঙ্গের রূপকলা কেন্দ্রের উপদেষ্টা। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তীসহ টালিউডের তারকারা শোক প্রকাশ করেছেন।

সৌমেন্দু রায়। ভাস্কর মুখার্জি

১৯৩৩ সালের ৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সৌমেন্দু রায়।