বাবাকে হারিয়েছেন শৈশবে, এবার মাকেও হারালেন কলকাতার সিনেমা ও সিরিয়ালের অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এক ইনস্টাগ্রাম পোস্টে অপরাজিতা জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তাঁর মায়ের মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম টিভিনাইন বাংলাকে অপরাজিতা বলেন, ‘বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিল মা। শরীরটা কিছুতেই ভালো যাচ্ছিল না। কাল রাতেই জ্বর এসেছিল। আজ সকালে হঠাৎই অক্সিজেন ওঠানামা শুরু করে। ব্লাড প্রেশার শূন্যতে নেমে যায়। হাসপাতালে নিয়ে যাব বলে ফোনও করি, কিন্তু তার আগেই সব শেষ।’
১৯৭৮ সালে জন্ম হয় অপরাজিতার। শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো ‘অপুর সংসার’-এ এসে অপরাজিতা জানিয়েছিলেন, ‘আমার মা তখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। বাবা বাড়িতে নেই। হঠাৎ একদিন মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যেতে হবে। তখনো এত ট্যাক্সির রমরমা ছিল না। মা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনোমতে মেডিকেল কলেজে পৌঁছান। সঠিক সময়ের অনেক আগে আমার জন্ম। তারপর সাড়ে তিন মাসের লড়াই। মা যখন আমাকে বাড়ি নিয়ে এলেন, এত লড়াই করে যে মেয়ে বেঁচেছে, তার নাম রাখলেন অপরাজিতা।’
অপরাজিতা আঢ্য লক্ষ্মীকাকিমা সুপারস্টার ধারাবাহিকে কাজ করেছেন। বর্তমানে অপরাজিতা রয়েছেন ঘরে ঘরে জি বাংলার সঞ্চালনার দায়িত্বে, সঙ্গে রয়েছেন ইন্দ্রানী হালদার।