সিনেমা থেকে হঠাৎ সরে আসার ঘোষণা বাসারের, অপেশাদার আচরণ বলছেন নির্মাতা
ভারতীয় নির্মাতা এম এন রাজ ‘ভালোবাসার মরশুম’ নামে নতুন একটি সিনেমা বানাচ্ছেন। ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা শারমন যোশির সঙ্গে ভারতীয় নির্মাতার এই সিনেমায় অভিষেকের কথা ছিল বাংলাদেশি দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশার। কিন্তু শিডিউল জটিলতায় সিনেমাটি থেকে সরে আসার কথা জানালেন বাসার। আজ শুক্রবার ঘোষণার দিনই এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান এই অভিনেতা। সবকিছু চূড়ান্ত হয়ে যাওয়ার পর হঠাৎ বাসারের এমন আচরণ অপেশাদার বলছেন ছবিটির নির্মাতা এম এন রাজ।
খায়রুল বাসার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘“ভালোবাসার মরশুম” সিনেমায় সম্পৃক্ত হওয়ার কথাবার্তা আগাচ্ছিল। খুব শিগগির চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ছবিটির জন্য শুভকামনা।’
ফেসবুক পোস্টের সূত্র ধরে বিষয়টি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করা হয় খায়রুল বাসারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘কাজটি করার খুব ইচ্ছা ছিল। কথাবার্তা সব সুন্দরভাবে এগোচ্ছিল, তবে একই সময়ে বেশ কয়েকটি কাজে আমার কমিটমেন্ট আছে, এ কারণে সিনেমাটিতে অভিনয় করতে পারছি না।’
পরিচালক এমন এন রাজ প্রথম আলোকে জানান, আজ দুপুরে একটি খুদে বার্তা পাঠিয়ে ছবিটি করতে না পারার কথা জানান খায়রুল বাসার। অথচ এর আগে ছবিতে অভিনয় বাবদ তিনি অগ্রিম সম্মানী নেন এবং চূড়ান্ত সম্মতিও দেন। হঠাৎ খুদে বার্তা পাঠিয়ে ছবিতে অভিনয়ের অস্বীকৃতি জানানোকে অপেশাদার আচরণ মনে করছেন পরিচালক। এম এন রাজ বললেন, ‘ই-মেইলে সিনেমাটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত সম্মতি জানিয়েছেন তিনি। দুই দিন আগে সম্মানীর একটা অগ্রিম অংশও তাঁর ব্যাংকে পাঠানো হয়। হঠাৎ আজ দুপুরে একটি বার্তা পাঠিয়ে তিনি জানান, ছবিটি করতে পারছেন না। এরপর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। বেশ কয়েকবার ফোন দিয়েছি কিন্তু তিনি ধরেননি। শিডিউলজনিত বা অন্য কোনো বিষয়ে তাঁর কোনো কথাবার্তা থাকলে টিমের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু টেক্সট পাঠিয়ে এরপর ফোন না ধরাটা কোন ধরনের পেশাদার আচরণ! তাঁর এমন আচরণ আমাকে বিব্রত করেছে।’
পরিচালক এম এন রাজ বলেন, ‘বাসার অভিনয় করতে নাই–বা পারেন, এটা নিয়ে তো কোনো সমস্যা না। কিন্তু বিষয়টা তো ঠিকঠাকভাবে জানাতে হবে। বিষয়টা আবার এমনও নয় যে তিনি ছাড়া আমার এই চরিত্র পর্দায় ঠিকঠাকভাবে তুলে ধরা সম্ভবও না। কিন্তু সবকিছুর তো একটা সুন্দর উপায় থাকে, আমি তাঁর কাছ থেকে শুধু সেটাই আশা করেছিলাম।’
এ বিষয়ে খায়রুল বাসার প্রথম আলোকে বলেন, ‘মৌখিক সম্মতির পর তাঁরা আমাকে এক–চতুর্থাংশ টাকা পরিশোধ করেন আর চুক্তির পর বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা। আমি যেহেতু কাজ করছি না, তাঁদের টাকা তো অবশ্যই ফেরত দেব। ইতিমধ্যে তাঁদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে, নম্বর পেলেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর যোগাযোগের যে কথা উনি বলছেন, শুটিংয়ে থাকার কারণে ওনার কল ধরতে পারিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে বার্তা পাঠিয়েছি।’
এম এন রাজ পরিচালিত ছবিটির নাম ‘ভালোবাসার মরশুম’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা শারমন যোশি। তাঁর সঙ্গে টালিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশের অভিনয়শিল্পী তানজিন তিশার। এতে আরও অভিনয় করবেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়।