৩০ অক্টোবর থেকে থেমে যায় ঐন্দ্রিলার হাসি

ফেসবুকে সব সময়ই সরব ছিলেন পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সব সময় হাসিখুশি ভরপুর ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতেন। সেই ঐন্দ্রিলা ব্রেন স্ট্রোক করে নভেম্বরের ১ তারিখ থেকেই হাসপাতাল ভর্তি। তারপর এই অভিনেতা ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার মারা যান। গত মাসে হাসিখুশিতে পোস্ট করা শেষ ছবিগুলোতে এই অভিনেত্রী।
১ / ১০
গত মাসে ছিল দুর্গাপূজা। অক্টোবরের প্রথম দিনে হাসিখুশি ছবিতে ভক্তদের ‘শুভ মহাষষ্ঠী’র শুভেচ্ছা জানিয়েছিলেন ঐন্দ্রিলা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
২ / ১০
গত ৩ অক্টোবর ‘মহাষ্টমী’র দিনেও ছিলেন হাসিখুশি। সেই অভিনেত্রীকে হারিয়ে সহকর্মীদের মুখে ঘুরেফিরে আসছে ঐন্দ্রিলার হাসিখুশির দিনগুলোর স্মৃতিকথা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৩ / ১০
ঐন্দ্রিলা কি বুঝতে পেরেছিলেন এই বিজয়াই তাঁর শেষ বিজয়া হয়ে থাকবে। তা না হলে কেন আমাদের শব্দটি না লিখে, এই অভিনেত্রী লিখেছেন, ‘শুভ বিজয়া। আগামী বছর সকলের খুব ভালো কাটুক। আসছে বছর আবার দেখা হবে।’ সবাই থাকবে, ঐন্দ্রিলাকে আর কখনোই দেখা যাবে না। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ১০
বন্ধু সব্যসাচী চৌধুরীর হাসিখুশিতে ঐন্দ্রিলা। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ১৭তম জন্মদিনে জানতে পারেন, শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। সেই ক্যানসার জয় করে ব্রেন স্ট্রোকের পর আজ মারা গেলেন এই কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৫ / ১০
দুবার ক্যানসারের সঙ্গে লড়াই করে জিতেছিলেন। ফিরেছিলেন স্বাভাবিক জীবনে। সেই ঐন্দ্রিলা সব সময় হাসিমুখেই জীবনটা কাটানোর কথা জানিয়েছিলেন। কিন্তু ১ নভেম্বর থেকে তাঁর হাসি যেন হারিয়ে যায়। সেই দিন থেকে কোমায় ছিলেন এই অভিনেত্রী। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৬ / ১০
গত মাসের ১০ অক্টোবর ছিল লক্ষ্মীপূজা। সেদিন ভোলেননি হাসিমুখে ভক্তদের সঙ্গে ছবি ভাগাভাগি করতে। আর কখনোই ভক্তদের সঙ্গে ছবি ভাগাভাগি করা হবে না। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৭ / ১০
লাল রং একটু বেশিই পছন্দ করতেন ঐন্দ্রিলা। ১২ অক্টোবর লিখেছিলেন সেই কথাই, ‘লালের প্রেমে’। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৮ / ১০
‘আপনাদের সকলকে জানাই ধনতেরাসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন’-২৩ অক্টোবর হাসিখুশি থাকা এই ঝুমুরখ্যাত অভিনেত্রীর জীবন থেমে গেল মাত্র ২৪ বছর বয়সে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৯ / ১০
দীপাবলির দিনেও ২৪ অক্টোবর হাসিমুখে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ঐন্দ্রিলা লিখেছেন, ‘সবাইকে দেওয়ালির শুভেচ্ছা।’ ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
১০ / ১০
সর্বশেষ কালীপূজা কেমন কেটেছে, এ নিয়ে হাসিমুখে ভক্তদের সঙ্গে ছবি ও ভিডিও ভাগাভাগি করেছিলেন ঐন্দ্রিলা। সবার ভালোবাসায় সিক্ত এই অভিনেত্রী রোববার দুপুর ১২টা ৫৯ মিনিটে মারা যান। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত