আমি টাকা নয়, মানুষ গুনি...

‘মানুষ’ ছবিতে জিৎভিডিও থেকে

ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার নায়ক জিৎ। ছবিটি সম্পর্কে ধারণা দিতে শনিবার সকালে ৫১ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও অফিশিয়াল এই টিজারে সিনেমার গল্প সম্পর্কে সেভাবে ধারণা দেওয়া হয়নি। টিজারে জিৎকে বলতে শোনা যায়, ‘আমি টাকা নয়, মানুষ গুনি। মানুষকে বিশ্বাস করা যায় না। আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ।’

আরও পড়ুন

ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’ ছবিতে জিৎ নায়ক নাকি খলনায়ক, তা নিয়ে রহস্য করেছেন পরিচালক। রহস্যের পাশাপাশি আর মারদাঙ্গা অ্যাকশন যে থাকছে, সেটাও পরিষ্কার। ৫১ সেকেন্ডের টিজারে পুরোটা জুড়ে কলকাতার জিতের দেখা মিললেও একঝলকের উপস্থিতিতে মিমও নজর কেড়েছেন।

অফিশিয়াল টিজারের শুরুতে দেখা যায়, টাকায় হাত রেখে জিৎ বলছেন, ‘আই ডোন্ট কাউন্ট মানি।’

জিৎ ও মিম
ছবি : সংগৃহীত

এরপর টাকার সুটকেস নিয়ে জিতের হেঁটে যাওয়া আর ধুন্ধুমার অ্যাকশনের দৃশ্য। একটা বন্দুকের গুলির শব্দ আর শিশুর কণ্ঠে বাবা বলে আর্তনাদ! রাতের অন্ধকারে অপরাধ কর্মকাণ্ড! ঢাকার বিদ্যা সিনহা মিম ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়কেও একঝলকে দেখা গেছে। টিজার শেয়ার করে জিৎ লিখেছেন, ‘যখন বিশ্বাস আর ক্রোধ একই পথে চলে…।’

‘মানুষ’ ছবিতে মিমকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম মন্দিরা। এর আগে ‘পরাণ’-এর অনন্যা, ‘দামাল’-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকেরা—এমনটাই জানালেন মিম। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে তৈরি হয়েছে ‘মানুষ’ ছবিটি। এর আগে কলকাতার ‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিতেও জিতের বিপরীতে দেখা গেছে মিমকে। এটি হতে যাচ্ছে টালিগঞ্জে মিমের দ্বিতীয় ছবি।

মিম বললেন, ‘ছবিটির গল্প, চরিত্র পছন্দ হয়। পরিচালক আমাকে আশ্বস্ত করেছিলেন, ভালো কিছু হবে। শুটিংয়ের পরও তা-ই মনে হয়েছে। বিশেষ চরিত্রে হলেও এই চরিত্র খুবই গুরুত্ব বহন করে। এখন কিন্তু দেশ-বিদেশের অনেক ছবিতেই বড় তারকারা বিশেষ চরিত্রে অভিনয় করেন। এসব ছবিতে তাঁদের উপস্থিতি কম সময়ের হলেও গুরুত্বটা থাকে অনেক বেশি। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, তাহলে “জওয়ান” ছবিতে দীপিকা পাড়ুকোনের চরিত্রটি যে রকমভাবে গুরুত্ব পেয়েছে, আমারও তা-ই। আমি এই ছবিতে দীপিকার চরিত্রের সঙ্গে মিলটা পাচ্ছি।’

‘মানুষ’ ছবির নির্মাতা সঞ্জয় সমদ্দার বললেন, ‘টিজারেও দারুণ সাড়া মিলেছে। অনেকে ফোন করে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পছন্দের কথা জানাচ্ছেন। এটা সত্যিই ভীষণ আনন্দের। প্রথম ছবির টিজার প্রকাশের পর এই সাড়া আমার জন্য অনেক অনুপ্রেরণারও। আমার পরের কাজে এই উৎসাহ কাজে দেবে। ১১ অক্টোবর ভারতের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘মানুষ’ ছবিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর এটি মুক্তি পাবে দেশটির প্রেক্ষাগৃহে। কলকাতা শহর, পুরুলিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে টানা ৪০ দিন শুটিং হয়েছে ছবিটির।