৩৭ দিন ধরে ভেন্টিলেশনে এই ভারতীয় অভিনেতা, অবস্থা সংকটজনক

পার্থসারথি দেব। এক্স থেকে

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেবের শারীরিক অবস্থা সংকটজনক। ৩৭ দিন ধরে তিনি ভেন্টিলেশনে রয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা। ৬৮ বছর বয়সী এই অভিনেতা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন

আনন্দবাজার অনলাইনকে পার্থসারথি দেবের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান অভিনেতা বাপি দাস। তিনি জানান, গত ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থসারথি। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। বাপি বলেন, ‘দাদা সবাইকে চিনতে পারছেন। প্রাণপণ লড়াই করছেন।’

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের যুগ্ম সচিব অভিনেতা দিগন্ত বাগচি বলেন, ‘শুরুতে দিন পাঁচেক ধরে পার্থদার কাশি হচ্ছিল। উনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। আমরা জোর করে ভর্তি করাই। তার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। ফোরামের তরফ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’

পার্থসারথি দেব। এক্স থেকে

এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি।

‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’–সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।

গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছে পার্থসারথিকে। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। তার পর থেকে একাই থাকেন। বিগত কয়েক বছর সিরিয়াল থেকে দূরত্ব বজায় রাখলেও তাঁর বেশ কিছু ছবির ডাবিং এখনো বাকি রয়েছে।