পাখির চোখ কোথায়?

মধুমিতা সরকারফেসবুক থেকে

টলিউডের বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী মধুমিতা সরকার। একসময়ের ‘পাখি’ অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া এই তারকা বড় পর্দায় একের পর এক প্রশংসিত সিনেমা উপহার দিচ্ছেন। পরীমনির টলিউড অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’–তেও পর্দা ভাগ করছেন এই নায়িকা। তবে এবার পাখির চোখ আরও ওপরে। সেই নতুন খবরটিই দিলেন তিনি নিজেই। এবার টলিউডের পাশাপাশি বলিউডেও সুযোগ পেয়েছেন। সিনেমার প্রস্তুতি হিসেবে ওয়ার্কশপ ও ভাষা প্রশিক্ষণের জন্য চলতি মাসেই মুম্বাইয়ে পাড়ি জমাবেন নায়িকা। যদিও নতুন সিনেমা নিয়ে তেমন কোনো তথ্য-উপাত্ত দর্শকদের দেননি পর্দার ‘চিনি’।

পাখি চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা সরকার
সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে মধুমিতা জানান, মুম্বাইয়ে শুধু একটি কাজ নিয়েই যাচ্ছেন না। তাঁর কাছে হিন্দি ওয়েব সিরিজের প্রস্তাবও রয়েছে। অভিনেত্রী বলেন, ‘প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছি। এবার অডিশন দিতে হবে। নির্বাচিত না–ও হতে পারি। তাই এখনই সবকিছু বলতে চাই না।’

জানা গেছে, মধুমিতার হিন্দি সিনেমার পরিচালকও নতুন। সিনেমাটি পরবর্তী সময়ে মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে বানানো হবে। নায়িকার ভাষ্য, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও আগে মুম্বাই গিয়ে কাজ করার চেষ্টা করিনি। আমার একটি ছবির রিল ভাইরাল হয়েছিল। সেটি দেখার পর ছবিটা দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন পরিচালক।’

মধুমিতা– পরী
ভিডিও থেকে

বলিউডযাত্রা শুরু করতে চলেছেন মধুমিতা। এর পর থেকে সেখানেই বেশি কাজ করবেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো দিনও নয়। “বাংলা ছাড়ছি” বলার মধ্যে একটা বড় দায়িত্ব থাকে, একটা ঔদ্ধত্য থাকে! আমি সেটা কোনো দিনই বলতে পারব না। যখনই কোনো ভালো চরিত্রের প্রস্তাব আসবে, অবশ্যই কাজ করব।’

‘কুসুম দোলা’ সিরিয়ালের ‘ইমন’ মধুমিতা সরকার
ভিডিও থেকে

মুম্বাইয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণেও কাজ করছেন নায়িকা। এরই মধ্যে অভিনয় করেছেন তেলেগু ছবিতে। জানান, একটি বড় বাজেটের তামিল ছবির জন্যও প্রস্তাব পেয়েছেন। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। সময়ের সঙ্গে সঙ্গে জানাতে পারবেন নায়িকা।