‘জ্যামের কারণে গাড়ি থেকে নেমে হেঁটে আসছিলাম...’

স্বস্তিকা মুখার্জিছবি: ফেসবুক

কয়েক দিন ধরেই ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর চর্চা করছেন তাঁর ঢাকার অনুরাগীরা। দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বস্তিকা অভিনীত টালিউডের ‘বিজয়ার পরে’ সিনেমার প্রদর্শনীতে ছিল দর্শকের উপচে পড়া ভিড়।
স্বস্তিকা আগেই ঘোষণা দিয়েছিলেন, গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন তিনি। প্রদর্শনীর কয়েক ঘণ্টা আগে থেকেই মিলনায়তনের সামনে দর্শকের দীর্ঘ সারি দেখা গেছে। আসন পূর্ণ হয়ে যাওয়ায় অনেকে মিলনায়তনে ঢুকতে পারেননি।

স্বস্তিকা মুখার্জি
ছবি: ফেসবুক

সিনেমার প্রদর্শনীর আগে স্বস্তিকা সাংবাদিকদের বলেন, ‘এত মানুষ আমার ছবি দেখতে এসেছে, দারুণ লাগছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার অনেকের সঙ্গে কথা হয়, এখানে আমার অনেক ফ্যান-ফলোয়ার রয়েছে। তবে ভাবতে পারিনি, এত মানুষ ছবিটা দেখার জন্য একত্র হবেন।’
সিনেমার প্রদর্শনীর আগে বিকেল সাড়ে পাঁচটায় ‘বিজয়ার পরে’ সিনেমার সংবাদ সম্মেলনে থাকার কথা ছিল স্বস্তিকার। তবে ঢাকার জ্যাম ঠেলে জাতীয় জাদুঘরে আসতে বিলম্ব হয়েছে তাঁর।

স্বস্তিকা সাংবাদিকদের বলেন, ‘জ্যামের জন্য গাড়ি থেকে নেমে হেঁটে আসছিলাম। গেটের সামনে এত বড় সারি দেখে ভেবেছিলাম, অন্য কোনো ছবি হয়তো দেখাচ্ছে। সে কারণে দীর্ঘ সারি। তারপর বুঝলাম, এত মানুষ আমার ছবি দেখতে এসেছেন। বিশাল বড় প্রাপ্তি।’

প্রদর্শনী শেষে দর্শকের মুখোমুখি হয়েছিলেন স্বস্তিকা, সিনেমার পরিচালক ভারতীয় তরুণ পরিচালক অভিজিৎ শ্রীদাস ও অভিনয়শিল্পী মমতা শঙ্কর। এতে সিনেমায় মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর ও স্বস্তিকা।
এ সিনেমায় দীপঙ্কর দে, মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে রয়েছেন।
এর আগে সিনেমাটি ২৯তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

আরও পড়ুন