ফজলুল হক স্মরণে বাংলাদেশ-ভারত বাংলা চলচ্চিত্র উৎসব

ফজলুল হক
ছবি : সংগৃহীত

আজ প্রথম বাংলা শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ নির্মাতা ফজলুল হকের জন্মদিন। জন্মদিনে ফজলুল হক স্মরণে ভারত সরকারের সহায়তায় আজ কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত বাংলা চলচ্চিত্র উৎসব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফজলুল হক স্মৃতি সংসদ ও বিধাননগর ফিল্ম সোসাইটির আয়োজনে এই উৎসব বসছে কলকাতার সল্ট লেকের ইস্টার্ন জোন কালচারাল সেন্টারে ঐকতান মিলনায়তনে।

তিন দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে ৯টি বাংলা চলচ্চিত্র। প্রতিদিন বিকেল চারটা থেকে প্রদর্শিত হবে এই চলচ্চিত্রগুলো।

আরও পড়ুন

উৎসবের প্রথম দিন দেখানো হবে শীলা দত্ত পরিচালিত সিনেমা ‘কবিগান’, অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ এবং চাষী নজরুল ইসলামের ‘মেঘের পরে মেঘ’।

পরের দিন ২৭ মে প্রদর্শিত হবে সুবীর মণ্ডল পরিচালিত ‘গ্যালিলিও’, প্রদীপ্ত ভট্টাচার্যের ‘বাকিটা ব্যক্তিগত’ ও  মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’।

মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’ সিনেমার একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

উৎসবের শেষ দিন ২৮ মে দেখানো হবে, ঋতম ব্যানার্জি পরিচালিত ‘ব্যান্ড’, অনুমিতা দাশ গুপ্তের ‘বহমান’ এবং গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’।

১৯৩০ সালের ২৬ মে বগুড়ায় জন্মগ্রহণ করেন ফজলুল হক। পঞ্চাশের দশকে বগুড়া থেকে ‘সিনেমা’ নামে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি।

গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ সিনেমার একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

পত্রিকাটি ছিল পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্রকেন্দ্রিক পত্রিকা। ১৯৯০ সালের ২৬ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি।