‘তুফানি শুভেচ্ছা’, শাকিব বললেন, আমি একটু চিন্তিত...

শাকিব খানছবি: কবির হোসেন

আজ মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। ছবিটি মুক্তির আগে গতকাল রোববার রাতে একটি বিশেষ বার্তা দিয়েছেন শাকিব খান।

নিজের ফেসবুক পেজ, চরকির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল প্রচারিত এই ভিডিওতে কী বার্তা দিলেন শাকিব?

আরও পড়ুন

ভিডিওর শুরুতেই সবাইকে ‘তুফানি শুভেচ্ছা’ জানান শাকিব খান। এরপর তিনি বলেন, ‘আশা করছি এবার সবাই বন্ধুবান্ধব, স্বজন—সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন “তুফান”। খুব উপভোগ করবেন।’

‘তুফান’–এর টিজারে শাকিব খান। ছবি : চরকি

এরপরের অংশে শাকিব কথা বলেন ‘তুফান’-এর পাইরেসির আশঙ্কা নিয়ে। শাকিব বলেন, ‘আমি একটু চিন্তিত, যদি “তুফান” পাইরেসি হয়ে যায়। এই পাইরেসির কারণেই পরিচালক, প্রযোজক, শিল্পী, সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে।’

এ বিষয়ে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শাকিব আরও বলেন, ‘আপনার পাশের সিটের কেউ যদি ভিডিও ধারণ করার চেষ্টা করে, নিষেধ করুন, প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন “তুফানই” জোশ। পাইরেসিকে না বলুন। দেখা হবে সিনেমা হলে।’

‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। ছবিটির দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, মাল্টিপ্লেক্সসহ ১২০টির বেশি হলে ‘তুফান’ মুক্তি পাবে।

‘তুফান’–এ এভাবেই দেখা গেছে শাকিব খানকে
ছবি : চরকির সৌজন্যে

রায়হান রাফী পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।