এ আবার কোন স্বস্তিকা

তিনি স্বস্তিকা, তবে মুখোপাধ্যায় নয় দত্ত। গতকাল ২৩ ছিল এপ্রিল পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর জন্মদিন। অল্প সময়ের ক্যারিয়ারেই আলোচিত হয়েছেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে আনন্দবাজার পত্রিকা, এই সময় অবলম্বনে স্বস্তিকা সম্পর্কে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে

১ / ১২
স্বস্তিকার জন্ম ১৯৯৪ সালের ২৩ এপ্রিল, কলকাতায়। তবে তিনি শৈশব কাটিয়েছেন মুম্বাইতে
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
গণযোগাযোগ থেকে স্নাতকোত্তর শেষ করে মডেলিং শুরু করেন স্বস্তিকা। ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
বড় পর্দায় অভিষেকের পর ছোট পর্দাতেও নিয়মিত কাজ শুরু করেন স্বস্তিকা। ‘দুগ্গা দুগ্গা’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে তাঁর আত্মপ্রকাশ। ২০১৭ সালে রোহন ভট্টাচার্যের বিপরীতে ‘ভজো গোবিন্দ’ সিরিয়ালে ডালি চরিত্রে অভিনয়ের পর আলোচিত হন
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
তাঁর অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে আছে ‘অভিমান’, ‘জেতে নাহি দেব’, ‘ফাটাফাটি’, ‘বিয়ে বিব্রত’ ইত্যাদি
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
গত বছর প্রতীত ডিগুপ্তর ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’ সিনেমায় ছোট একটি চরিত্র করেও আলোচিত হন। এ সিনেমায় ছিলেন বাংলাদেশের অভিনেতা অপূর্ব
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
সিনেমার পাশাপাশি একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করে স্বস্তিকা হয়ে ওঠেন আলোচিত মুখ। ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্য রিলস বা শর্টসে ছড়িয়ে পড়ার পর তরুণদের কাছে পরিচিতি পান স্বস্তিকা
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
তাঁর অভিনীত ওয়েব সিরিজের মধ্যে আছে ‘উত্তরণ’, ‘তনয়া’, ‘জনি বনি’, ‘গভীর জলের মাছ’, ‘অন্তরমহল’ ইত্যাদি
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
স্বস্তিকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। ঘুরে বেড়ানো থেকে নিজের দিনযাপনের গল্প ইনস্টাগ্রামে অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও বিস্তর চর্চা হয়েছে। আপাতত সিঙ্গেল স্বস্তিকা। বছর দুই আগেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিন বছরের প্রেম ভেঙেছে
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
চলতি বছর বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে দেখা যাবে স্বস্তিকাকে। এ ছাড়া আসবে একটি সিরিজের দ্বিতীয় মৌসুম। তবে সেসব আগেই জানাতে চান না তিনি
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
অভিনেত্রী জানান, নতুন বছরে ব্যক্তিগত জীবনে আরও একটু গুছিয়ে নিয়ে কাজে মন দিতে চান
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১২ / ১২
স্বস্তিকা অবশ্য আরও একটি ব্যাপার আয়ত্ত করতে চান, ‘না’ বলা শিখতে চান। তাঁর ভাষ্যে, ‘না’ বলতে না পারার কারণে তিনি এমন অনেক কিছুই করেছেন, যা না করলেও চলত
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে