বাংলা নববর্ষে রাজস্থানে রুদ্ধশ্বাস অভিযানে একেন
এবার পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে না বাংলাদেশের কোনো চলচ্চিত্র। তবে পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে একটি সিনেমা। কলকাতায় চলতি বছরের শুরু থেকেই বক্স অফিসে ব্যর্থ হয়েছে একের পর বাংলা সিনেমা। বাংলা নববর্ষে মুক্তি পাওয়া ছবিটি দিয়েই লাভের মুখ দেখার আশা করছেন পশ্চিমবঙ্গের প্রযোজকেরা।
বাংলা নববর্ষ উপলক্ষে আজ শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘একেন বাবু’ সিরিজের নতুন সিনেমা ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’। কমেডি-ডিটেকটিভ সিরিজ ‘একেন বাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্ত। ১৯৯১ সালের আনন্দমেলায় প্রথম প্রকাশিত হয় সিরিজের গল্প ‘ম্যানহাটনের মুনস্টোন’। ২০১৮ সালে একেন বাবুকে নিয়ে প্রথম ওয়েব সিরিজ মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। ব্যাপক জনপ্রিয়তার কারণে একের পর এক আসতে থাকে সিজন।
গত বছর পয়লা বৈশাখের আগে মুক্তি পায় একেন বাবুকে নিয়ে প্রথম সিনেমা ‘দ্য একেন’। সমালোচকেরা তেমন পছন্দ না করলেও ব্যবসাসফল হয় সিনেমাটি; এক বছর পর সেই বাংলা নববর্ষেই মুক্তি পাচ্ছে একেনকে নিয়ে দ্বিতীয় সিনেমা ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’।
জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমাতেও একেন চরিত্রে যথারীতি আছেন অনির্বাণ চক্রবর্তী, তাঁর দুই সঙ্গী বাপি ও প্রমথের চরিত্রে দেখা যাবে সুহত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষকে। এ ছাড়া ছবিতে আছেন সন্দীপ্তা সেন, রাজেশ শর্মা ও রজতাভ দত্ত। মাসখানেক আগে ট্রেলার মুক্তির পর তা প্রশংসিত হয়। প্রথম ছবিতে দার্জিলিংয়ের পাহাড়ে একেনের অভিযান দেখানো হলেও এবার সে পাড়ি দিয়েছে রাজস্থানে।
একেন বাবু এবার রাজস্থানে মূর্তি চুরির রহস্য উদ্ঘাটন করবে। বিদেশের মাটিতে ভারতের প্রাচীন মূল্যবান জিনিসপত্র যেভাবে পাচার হচ্ছে, মরুভূমিতে সেই চোরাকারবারিদের পর্দা ফাঁস করবে একেন বাবু।
পশ্চিমবঙ্গের বিভিন্ন সমালোচক, সংবাদমাধ্যম মনে করছে, ‘একেন বাবু’ সিরিজের ছবি দিয়ে হলে দর্শক ফিরতে পারেন। কারণ, প্রায় দশক ধরেই পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া গোয়েন্দা সিনেমাগুলোর বেশির ভাগই হিট হয়েছে। এ ছাড়া ‘একেন বাবু’ সিরিজের ছবিতে প্রচুর কমেডি থাকে, যা সাধারণ দর্শক বেশ পছন্দ করেন।
তবে ছবির সাফল্য নিয়ে ভাবছেন না একেন বাবু ওরফে অনির্বাণ।
ক্যালকাটানিউজডটটিভিকে তিনি বলেন, ‘এটা আমি একদমই বলতে পারব না। তবে যবে থেকে ট্রেলার বেরিয়েছে, তখন থেকে দর্শকদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। দর্শকেরা যেভাবে ফিডব্যাক দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে, তাঁরা আগ্রহী ছবিটা দেখবেন বলে। তারপর কী হবে, সেটা রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে। আমি একেবারেই আগে থেকে তা প্রেডিক্ট করতে পারি না।’
বেশির ভাগ গোয়েন্দা চরিত্রই সিরিয়াজ। কিন্তু একেন রসিক মানুষ। রহস্য আর কমেডির মিশেলই একেনের সাফল্যের রহস্য?
এ প্রসঙ্গে অনির্বাণ ক্যালকাটানিউজডটটিভিকে বলেন, ‘আমারও তা–ই মনে হয়। অন্যান্য গোয়েন্দা চরিত্রের পাশাপাশি দর্শকেরা একেন বাবুকে সে কারণেই হয়তো এতটা পছন্দ করেছেন। এর আগে এ রকম গোয়েন্দা চরিত্র দেখা যায়নি। যাকে দেখলে মনে হয় না গোয়েন্দা। পাশের বাড়ির কেউ একজন মনে হয়; কিন্তু ভেতরে-ভেতরে সে খুবই বুদ্ধিমান এবং স্মার্ট। হাসতে হাসতে, খেলতে খেলতে রহস্যের সমাধান করে ফেলে একেন বাবু। তাই হয়তো এতটা জনপ্রিয়।’
অনেক সমালোচক মনে করছেন, ‘একেন বাবু’ সিরিজের এবারের সিনেমাটির শুটিং হয়েছে রাজস্থানের জায়সলমীরে। সত্যজিৎ রায়, তথা ‘সোনার কেল্লা’ নিয়ে বাঙালি দর্শকের নস্টালজিয়া ছবির সাফল্যে সহায়ক হবে।
সূত্র: এই সময়, ক্যালকাটানিউজডটটিভি