মুঠোফোনে অ্যাপ নামিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন নায়িকা

শ্রীলেখা মিত্রছবি: ফেসবুক

জন্মদিনের আগের দিন প্রতারকের পাল্লায় পড়েন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অচেনা এক নম্বরের মাধ্যমে কল দিয়ে ভুলিয়ে-ভালিয়ে তাঁর মুঠোফোনে একটি অ্যাপ নামাতে বলে সেই প্রতারক। কোনো কিছু না বুঝে অ্যাপটি নামানোর পরপরই শ্রীলেখার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাওয়া হয়ে যায়।

গত ৩০ আগস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। বোকামির মাশুল গুনে জন্মদিনের আনন্দটাই মাটি যায়। আজ বুধবার এক ফেসবুক পোস্টে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করে শ্রীলেখা লিখেছেন, ‘যেকোনো অ্যাপ কিংবা লিংকে ঢুকবেন না। সচেতন থাকবেন।’

শ্রীলেখা মিত্র
ছবি: ফেসবুক

শ্রীলেখার ভাষায়, ‘নিজেকে চালাক নয়, ইন্টেলিজেন্ট ভাবতাম। এ ঘটনার পর থেকে তা-ও ভাবব না। বিস্তারিত জানতে চেয়ো না, নিজের বোকামির নিদর্শন দিতে চাই না।’
এবারের জন্মদিনে ৫০ পূর্ণ করে ৫১ বছরে পা দিয়েছেন শ্রীলেখা। ‘ওয়ানস আপন আ টাইম ইন কলকাতা’, ‘আশ্চর্য প্রদীপ’সহ বেশ কয়টি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নাম লিখিয়েছেন শ্রীলেখা। তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকায়ও এসেছিলেন তিনি। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।

শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি দেন তাঁরা। শ্রীলেখার জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি।

আরও পড়ুন