কবে হবে কলকাতা চলচ্চিত্র উৎসব, অবশেষে তারিখ চূড়ান্ত

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খানফাইল ছবি

এবারের উৎসবে কলকাতা শহরের বিভিন্ন মিলনায়তনে ভিন্ন ভাষার মোট ১৬০টি ছবির ২০০ প্রদর্শনী হবে। এবারের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ‘অরণ্যের দিনরাত্রি’। তালিকায় রয়েছে ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘হীরক রাজার দেশে’, ‘পথের পাঁচালি’র মতো একাধিক ছবি। সত্যজিৎ রায় স্মরণ বক্তৃতা দেবেন শুভজিৎ সিকদার। আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে রাজবংশী ও টুলু ভাষার ছবিও দেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন আমন্ত্রিত থাকছেন অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকরা। নজরুল মঞ্চেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্মাননা জানাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস উৎসবের চেয়ারপারসন রাজ চক্রবর্তীর বরাত দিয়ে জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। চলবে ১ মে পর্যন্ত। ৭ দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। রাজ চক্রবর্তী আরও জানিয়েছেন, সীমিত পরিসরে নয়, বরং ১০০ শতাংশ দর্শক নিয়েই এবার উৎসব হবে।

উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ‘অরণ্যের দিনরাত্রি’। তালিকায় রয়েছে ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘হীরক রাজার দেশে’, ‘পথের পাঁচালি’র মতো একাধিক ছবি।

করোনার তৃতীয় ঢেউয়ের কারণে নতুন ছবির মুক্তিসহ বিনোদন দুনিয়ার অনেক সূচির পরিবর্তন হয়েছে। গেল বছরের নভেম্বর মাসে কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা ছিল। করোনার কারণে সে সময় হয়নি। পিছিয়ে জানুয়ারি মাসে করার ঘোষণা দেন আয়োজকেরা। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। শেষ মুহূর্তে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটির দায়িত্বে থাকা একাধিক তারকা কোভিডে আক্রান্ত হওয়ায় আবার স্থগিত হয়। এবার নতুন করে কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচি ঠিক হলো। জানা গেল কবে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চন ও মমতা বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি

১৯৯৫ সাল থেকে চলে আসছে এই উৎসব। সেই হিসাবে উৎসবটি এবার ২৭ বছরে পা দিচ্ছে। করোনার আবহের মধ্যেই গত বছর ভার্চ্যুয়াল উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা ও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর উৎসবে যোগ দিয়েছিল দেশ-বিদেশের ৮১টি ছবি এবং ৫০টি স্বল্পদৈর্ঘ্য ছবি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছিল রেজওয়ান শাহরিয়ারের ছবি ‘নোনা জলের কাব্য’।