কলকাতায় জঙ্গলমহলের ‘ইস্কাবন’

ইস্কাবন’ কাল শুক্রবার মুক্তি পাবে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে

আগামীকাল শুক্রবার কলকাতায় হাজির হচ্ছে জঙ্গলমহলের ‘ইস্কাবন’। হ্যাঁ, পশ্চিমবঙ্গের একসময়ের অশান্ত পুরুলিয়া, বাঁকুরা ও ঝাড়গ্রামের নকশাল, মাওবাদী অধ্যুষিত এলাকার জনজীবন, মাওবাদী তৎপরতা আর জঙ্গলমহলের রাজনীতির মধ্যে ভালোবাসার গল্প নিয়ে তৈরি হওয়া নতুন এক ছবি ‘ইস্কাবন’ কাল শুক্রবার আসছে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে। প্রেম ও রাজনীতিকে একসূত্রে গাঁথা এ ছবি মাওবাদীদের সংগ্রামের সঙ্গে প্রেম ও ভালোবাসাকে নিয়ে আবর্তিত হয়েছে।

‘ইস্কাবন’ এর তিন শিল্পী
ভাস্কর মুখার্জি

ছবিটিতে ফুটে উঠবে জঙ্গলমহলের মাওবাদী নেতা কিষেণজির সংগ্রামী জীবনের নানা কথা এবং টুকরো ছবি। কিষেণজি আজ নেই। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এক লড়াইয়ে তিনি প্রয়াত হন পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতায় আসার পর। জঙ্গলমহলেও ফিরে আসে কিষেণজিহীন নতুন এক জঙ্গলমহল। জঙ্গলমহলের বেলপাহাড়ি, ধঙ্গি কুসুম, চিরুবোরা আর ঘাগড়া অঞ্চলের মাওবাদীদের তৎপরতার নানা ছবি আছে এই ‘ইস্কাবন’–এ। এসব এলাকায় শুটিং হয়েছে ‘ইস্কাবন’ ছবির।

ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, অনামিকা চক্রবর্তী, সঞ্জু, অরিন্দম গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, বুদ্ধদেব ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতা। লেখক রাধামাধব মণ্ডলের একটি গল্প নিয়ে তৈরি হয়েছে এই ‘ইস্কাবন’। পরিচালনায় রয়েছেন মনদীপ সাহা।

ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস
ভাস্কর মুখার্জি

পরিচালক মনদীপ সাহা বলেন, ‘আমরা একেবারে স্বাভাবিক দৃষ্টি দিয়ে ছবিটি নির্মাণ করেছি। আর ছবিও হয়েছে একেবারে বাস্তবতার আলোকে। অ্যাকশন দৃশ্যে সত্যিই মার খেয়েছি আমরা। আর পাঁচটা ছবি থেকে “ইস্কাবন”কে আমরা আলাদা রাখতে চেষ্টা করেছি। ছবির গল্প, শুটিং এবং প্রযুক্তিতে অভিনবত্ব আনতে চেষ্টা করেছি। আমার মনে হয়, “ইস্কাবন”–এর মতো কনসেপ্ট নিয়ে এর আগে কোনো ছবি হয়নি। তাই আমরা আশা করছি, ছবিটি সাড়া ফেলবে। ভালো লাগবে দর্শকদের। শুক্রবার ১৭ জুন ছবিটি মুক্তি পাচ্ছে কলকাতায়।