ছবির বিষয় ভারতের রাজনৈতিক অরাজকতা, জুটি হয়েছেন পরমব্রত-স্বস্তিকা

‘শিবপুর’–এ উঠে আসবে আশির দশকের বাম কংগ্রেস রাজনীতির প্রেক্ষাপট
ছবি: সংগৃহীত

রাজনৈতিক থ্রিলার ছবি বলিউডে মাঝেমধ্যে তৈরি হলেও টালিউডের পর্দায় খুব একটা দেখা যায় না। তবে এবার টালিউড পাড়ায়ও এ ধরনের সিনেমার স্বাদ দিতে চলেছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। তাঁর আগামী ছবি ‘শিবপুর’–এ উঠে আসবে আশির দশকের বাম কংগ্রেস রাজনীতির প্রেক্ষাপট। আর এই ছবি দিয়েই বহু বছর পর সিনেমার পর্দায় ফিরছে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায় জুটি।
পরমব্রত-স্বস্তিকা দুজনের রসায়ন নিয়ে একসময় অনস্ক্রিন বা অফস্ক্রিন সব জায়গায় অনেক চর্চা ছিল টালিউডে। তবে মাঝে নানা কারণে দূরত্ব তৈরি হয় তাঁদের মধ্যে। বহুদিন পর্দাতেও সেভাবে আর দেখা যায়নি এই জুটিকে। তবে পরম-স্বস্তিকার অনুরাগীদের জন্য বহু বছর পরে তাঁদের একসঙ্গে ফেরাটা সুখবর বয়ে এনেছে। তাঁরা একসঙ্গে এই সিনেমায় থাকলেও তাঁদের মধ্যে থাকছে না প্রেমের রসায়ন।

তাঁরা একসঙ্গে এই সিনেমায় থাকলেও তাঁদের মধ্যে থাকছে না প্রেমের রসায়ন
ছবি: সংগৃহীত

আশির দশকের বাম-কংগ্রেস দ্বন্দ্বের জেরে রাজনৈতিক অরাজকতা চরমে উঠেছিল, যা কলকাতার সঙ্গে ছড়িয়ে পড়েছিল হাওড়া আর শিবপুরেও। প্রায় প্রতিদিন হতো রাজনৈতিক হত্যা। ভয়ে বিকেলের পর বাড়ির বাইরে পা রাখতেন না কেউ। ধীরে ধীরে পরিস্থিতি চলে যাচ্ছিল হাতের বাইরে। আর তখনই এই ঝামেলায় রাশ টেনেছিলেন তৎকালীন বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সঙ্গ দিয়েছিলেন আইপিএস অফিসার সুলতান সিংহ এবং রাজনৈতিক হিংসার বলি হওয়া পরিবারের একজন নারী।

ছবিতে পরমব্রত অভিনয় করবেন সুলতান সিংহের ভূমিকায়
ছবি: সংগৃহীত

কতটা ভয়ংকর ছিল সেই দিনগুলো। কীভাবে প্রাণ হাতে নিয়ে প্রতিদিন বাঁচতেন স্থানীয় মানুষ। আর এই বিষয়গুলো অরিন্দম ভট্টাচার্য তাঁর এই রাজনৈতিক থ্রিলার সিনেমার মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরবেন। স্বস্তিকা আর পরমব্রত ছবির প্রধান দুই চরিত্র হলেও তাতে প্রেমের লেশমাত্র নেই বলেই জানিয়েছেন পরিচালক ভারতীয় সংবাদমাধ্যমকে। তিনি বলেন, ছবিটিতে প্রেমের কোনো জায়গা নেই। পরমব্রত অভিনয় করবেন সুলতান সিংহের ভূমিকায়। স্বস্তিকা সেই নারী, যাঁর পরিবার রাজনৈতিক হিংসার বলি।

এই প্রথম স্বস্তিকা অভিনয় করবেন একেবারে মেকআপ ছাড়া সাদামাটা লুকে
ছবি: সংগৃহীত

শিবপুরসংলগ্ন এলাকা এবং নবান্ন থেকে কয়েক কিলোমিটার দূরে চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হবে শুটিং। চরিত্র অনুযায়ী পরমব্রতকে পুলিশি পোশাকের পাশাপাশি দেখা যাবে সাদাপোশাকেও। আর এই প্রথম স্বস্তিকা অভিনয় করবেন একেবারে মেকআপ ছাড়া সাদামাটা লুকে। স্বস্তিকা-পরমব্রত ছাড়াও ছবিতে রয়েছেন মমতাশঙ্কর, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। ছবিতে জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে।