রুপঙ্করকে এবার ধুয়ে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি

এবার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির রোষানলে রুপঙ্কর
ছবি: সংগৃহীত

কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন কৃষ্ণ কুমার কুন্নাথ ওরফে কেকে। তাঁর অনুষ্ঠান ঘিরে তরুণদের আগ্রহের শেষ ছিল না। দর্শকদের এমন ভালোবাসায় যেখানে মুগ্ধ ছিলেন কেকে, সেখানে তাঁর সমালোচনায় উঠে পরে লেগেছিলেন কলকাতার গায়ক রুপঙ্কর বাগচী। সমালোচনা রেশ না ফুরাতেই সেই রাতেই মৃত্যুর কোলে ঢোলে পরেন কেকে। এরপর নেটিজেনদের রোষানলের মুখে পড়তে হয় রুপঙ্করকে। এবার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির রোষানলে রুপঙ্কর।

কেকে এর সমালোচনায় উঠে পরে লেগেছিলেন কলকাতার গায়ক রুপঙ্কর বাগচী
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

স্বস্তিকা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘রূপঙ্কর বাগচীকে আমার একটাই প্রশ্ন। উনি ভালো গান গাইতে পারেন, ওটাই ওনার প্রফেশন, উনি অভিনয় করার খাতায় নাম লেখালেন কেন? একজন অভিনেতা, যে ওনার জায়গায় সুযোগ পেলে ওনার চেয়ে বেশি ভালো অভিনয় করবেন, তাঁর পেটে লাথি মারলেন। এবং ইন্ডাস্ট্রির ডিরেক্টর বা প্রযোজকেরাও কেন একজন গায়ককে অভিনয় করার জন্য নিচ্ছেন? রূপঙ্করের অভিনয় দেখার জন্য কেউ চ্যানেল সাবস্ক্রাইব করবে? না সিরিয়াল দেখবে, না সিনেমা হলে টিকিট কাটবে? হ্যাঁ ওনার গান শোনার জন্য নিশ্চয়ই টিকিট কাটবে বা আজকের পর কী করবে জানি না।’ স্বস্তিকা এ সময় রুপঙ্করের অভিনয়ের সমালোচনা করে ফেসবুকে লিখেন, ‘ওনার (রুপঙ্কর) খুবই খারাপ অভিনয় নিয়ে এত দিন কেউ খিল্লি মারেননি, কিন্তু আমি নিশ্চিত, এবার মারবেন। কারণ কেউ মারা গেলে তখন আমাদের চোখ খোলে কিনা।’

তবে সংগীতশিল্পী হিসেবে কেউ অভিনয় করতে পারেন, এতে কোনো সমস্যা দেখেন না স্বস্তিকা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

তবে সংগীতশিল্পী হিসেবে কেউ অভিনয় করতে পারেন, এতে কোনো সমস্যা দেখেন না স্বস্তিকা। কিন্তু সমস্যা দেখা দেয় অভিনয়শিল্পীরা গান গাইলে। এই প্রসঙ্গে তিনি স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন, ‘অভিনেতা অভিনেত্রীরা যখন মানুষকে ইন্টারটেইন করার জন্য গান গাইতে চেষ্টা করেন, সবাই সেটা দারুণ পারেন, তা নয়। অভিনয়শিল্পীরা সব পারেন এবং করবেন তাও নয়। কিন্তু গ্রাম হোক বা শহরতলী হোক স্টেজে অভিনেতা অভিনেত্রীদের নাচ-গান ছাড়া তেমন কিছু করার থাকে না। জাদু তো আর দেখানো যায় না। তখন আমাদের খোরাক বানানো হয়, ট্রল করা হয়, অপমান, মেমে কিছুই বাদ থাকে না।’

‘দুর্ভাগ্য, আমরা যারা শুধুই অভিনয় করি, তারা কিন্তু ইচ্ছে করলে এক দিন ব্যাংক বা হাসপাতালে কাজ করতে পারি না।’ – স্বস্তিকা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

একজন অভিনেত্রীর জায়গা থেকে তিনি অভিমান করে লিখেছেন, ‘আমাদের কাজটা এতটাই সহজ যে অন্য প্রফেশনের সবাই এটা করতে চায় এবং করেও। ডাক্তাররা তাদের কাজের ফাঁকে এসে শুটিং করে যায়, ৪-৫ জনের নাম এখনই বলে দিতে পারব। ব্যাংকের চাকরিজীবীরাও মুখ দেখাতে চায় পর্দায়, দেখায়ও। প্রফেসর, টিচার, বিভিন্ন প্রফেশনের লোকেরা নাম লিখিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা যারা শুধুই অভিনয় করি, তারা কিন্তু ইচ্ছে করলে এক দিন ব্যাংক বা হাসপাতালে কাজ করতে পারি না।’ সবশেষে তিনি উল্লেখ করেন, ‘অভিনেতারা মুখ খুললে প্রবলেম, না খুললেও প্রবলেম।’

‘কে কে, কে কে, কে কে...কে?’–এমন প্রশ্ন তোলেন রুপঙ্কর
ছবি: সংগৃহীত


জানা যায়, গায়ক রুপঙ্কর বাগচী কেকের অনুষ্ঠান ঘিরে ফেসবুক লাইভে বলেন, ‘আমি তো গান শুনে যা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন, বলুন তো? কী কারণ? কে কে, কে কে, কে কে...কে? হু ইজ কে ম্যান? আমরা যেকোনো কে-র থেকে বেশি ভালো।’