দুই যুগ অপেক্ষার পর ‘আইপি ম্যান’ তাঁর ভাগ্য বদলে দেয়

ক্যারিয়ারে দুই যুগ পার করার পরে তিনি বিশ্বব্যাপী ভক্তদের কাছে তুমুলভাবে আলোচিত হন। তাঁর নামের আগে যোগ হয় ‘আইপি ম্যান’খ্যাত অভিনেতা। আজ সেই ডনি ইয়েনের জন্মদিন। দীর্ঘ ক্যারিয়ারের জানা-অজানা বিষয়গুলো জেনে নিতে পারেন ছবিতে ছবিতে
১ / ৭
এই অভিনেতাকে একসময় মার্শাল আর্ট শেখানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে চীনের বেইজিং পাঠানো হয়। শুরুতে উদ্দেশ্য ছিল, রাস্তার মাস্তানদের সঙ্গে মারামারির মতো অপরাধকর্ম এড়িয়ে চলা।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
২ / ৭
দুই দশক তিনি হংকং, যুক্তরাষ্ট্র ও চীনে কাজ করেছেন। এই সময়েও তিনি বিশ্বব্যাপী তেমন পরিচিত ছিলেন না। দুই দশক পর তিনি ‘আইপি ম্যান’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী ভক্তদের কাছে আলোচনায় আসেন।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৩ / ৭
আরেক মার্শাল আর্টিস্ট ব্রুস লিকে তিনি একাধিক সিনেমা উৎসর্গ করেছেন। ব্রুসলির তিনি ভক্ত।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ৭
হংকং থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সিনেমার কাজে। শুরুতে তিনি মারধরের দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবে কাজের সুযোগ পান। স্টান্টম্যান হিসেবেও কাজ করেছেন। দক্ষতার কারণে হলিউড সিনেমায় ক্যামিও হিসেবেও জায়গা পেয়েছেন।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৫ / ৭
ইয়েন ‘সাংহাই নাইটস’ সিনেমায় জ্যাকি চানের বিপরীতে খল চরিত্রে অভিনয় করেছিলেন। খল চরিত্রটি ভক্তদের আশাহত করেছিল।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৬ / ৭
ইয়েনের জন্ম চীনে হলেও তাঁর বেড়ে ওঠা হংকং ও পরবর্তী সময় যুক্তরাষ্ট্রে। তাঁর বোন ছিলেন মার্শাল আর্টিস্ট ও অভিনেত্রী। বোনের কাছ থেকেই মার্শাল আর্টের প্রাথমিক ধারণা পান।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৭ / ৭
পরে মায়ের কাছ থেকে মার্শাল আর্টে প্রশিক্ষণ নেওয়ার অনুপ্রেরণা পান। ১৬ বছর বয়স থেকেই তাঁর ধ্যানজ্ঞান হয়ে যায় মার্শাল আর্ট। এ অভিনেতার জন্ম ১৯৬৩ সালের ২৭ জুলাই।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
আরও পড়ুন