আগাম জামিন পেয়ে যা বললেন মিথিলা

‘যে মামলা আমার নামে করা হয়েছে, সেটার ভিত্তি নেই। সে কারণেই আমাকে আগাম জামিন দিয়েছেন আদালত। আইনের ওপর আমার আস্থা আছে। আশা করছি, শিল্পীরা হয়রানির শিকার হবেন না। শুধু এখন নয়, ভবিষ্যতেও যেন না হয়।’ আজ সোমবার বিকেলে ইভ্যালি ইস্যুতে হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমের কাছে এসব কথা বলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

মিথিলা
সংগৃহীত

ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় অভিযুক্ত মিথিলা ও শবনম ফারিয়া আজ আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। গতকাল রোববার হাইকোর্টে তাঁদের আইনজীবী আগাম জামিনের আবেদন করেন। আজ আদালত তাঁদের দুজনকে জামিন দিয়েছেন। এই মামলার কারণে গত কয়েক দিন বেশ হয়রানির মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে মিথিলাকে।

রাফিয়াত রশিদ মিথিলা

জামিন পাওয়ার পর সে প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি যখন ইভ্যালিতে যুক্ত হয়েছিলাম, তখন ইভ্যালির গ্রাহকসংখ্যা প্রায় ৪০ লাখ। তাঁরা যেভাবে প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখেছিলেন, আমিও একইভাবে আস্থা রেখেছিলাম। তবে সামনে অবশ্যই সতর্ক হয়ে কাজ করব। অসম্ভব হয়রানির ভেতর দিয়ে গিয়ে আমি শিখলাম, আমাদের শিল্পীদের সাপোর্ট করার জন্য আইনজীবীও নেই। যথাযথ এজেন্সি নেই, ম্যানেজার নেই—আমাদের একাই কাজ করতে হয়।’ মিথিলা এ–ও বলেন, ‘আমি শতাধিক ব্র্যান্ড এনডোর্স করেছি। বাংলাদেশের অনেক বড় বড় ব্র্যান্ড এনডোর্স করেছি। কিন্তু এ ধরনের হয়রানির জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি এমন হয়রানির ভেতর দিয়ে যাওয়াটা ডিজার্ভ করি না।’

রাফিয়াত রশিদ মিথিলা

৪ ডিসেম্বর ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াথ রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁদের উপস্থিতি এবং তাঁদের বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে আস্থা রেখে প্রতিষ্ঠানটি থেকে পণ্য ক্রয়ের উদ্দেশ্যে বিনিয়োগ করেন সাদ। এ তারকাদের কারণেই তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছেন একজন গ্রাহক
কোলাজ : সংগৃহীত

মিথিলা ও শবনম ফারিয়ার আগাম জামিন হলেও এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় আগাম জামিন আবেদন করতে পারেননি তাহসান। যুক্তরাষ্ট্র থেকে তিনি প্রথম আলোকে জানিয়েছেন, তাঁর আইনজীবী মামলার কাগজপত্র পর্যবেক্ষণ করছেন। কবে, কীভাবে জামিনের আবেদন করা হবে, সে সিদ্ধান্ত তিনিই নেবেন।