আজ ঈদের তৃতীয় দিন টিভিতে যা দেখা যাবে– পর্ব ১

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বিটিভি

বেলা ১টায় ‘সিসিমপুর’। বেলা ১টা ৩০ মিনিটে ‘নৃত্যের তালে তালে’। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘মনে রেখ আমায়’। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা। বিকেল ৫টা ১০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘শেকড়ের গান’। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘রক অ্যান্ড রোলস’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘মানিক রতন’। রাত ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’।

এটিএন

সকাল ৮টা ৪৫ মিনিটে নাটক ‘ওয়েডিং ক্রাশ’। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল। সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা সিটি টেরর। অভিনয়ে শাকিব, মান্না, পপি। বেলা ১টা ২৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘আগামীর তারকা’। বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা প্রেমে পড়েছি। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক লেডিস বাইক। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক সাদী মোবারক। অভিনয়ে মুশফিক ফারহান, পড়শী। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ঘরজামাই এক্সপ্রেস। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ১০টা ৩০ মিনিটে একক সংগীতানুষ্ঠান ‘অনুভবে আছো তুমি’। রাত ১১টা ৩০ মিনিটে বিশেষ টেলিফিল্ম থ্রি ফ্রেন্ডস। অভিনয়ে সাফা কবির, খায়রুল বাসার, তাসনুভা তিশা।

চ্যানেল আই সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা কার্নিশ। অভিনয়ে বিদ্যা সিনহা মিম, রোশান। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম আমি রোকেয়া বলছি। অভিনয়ে সাবিলা নূর, মনোজ প্রামাণিক। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম বিয়ে আমি করবোই। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের মানিকগঞ্জের মানিক প্যালেস অবলম্বনে নির্মিত ছোটকাকু। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ফুলের নামে নাম। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান। ৯টা ৩০ মিনিটে নাটক ভাই বড় বিপদে। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল।

এনটিভি

সকাল ৯টায় একক নাটক উত্তরাধিকারী। অভিনয়ে মোশাররফ করিম, তারিন জাহান। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা চাচ্চু আমার চাচ্চু। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ২৫ মিনিটে টেলিফিল্ম থ্রি মাস্কেটিয়ার্স। অভিনয়ে তামিম মৃধা, অ্যালেন শুভ্র। বিকেল ৫টা ১৫ মিনিটে লোকগানের বিশেষ অনুষ্ঠান ‘মহাজনের গান’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মন মহুয়ার তালে’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ব্যালান্স। অভিনয়ে ফজলুর রহমান বাবু, মুনমুন আহমেদ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক মানুষ টোকাই। অভিনয়ে জোভান, সামিরা মাহি। রাত ৯টায় বাংলায় ডাব করা সিরিজ ‘কুরুলুস ওসমান গাজী’। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক অস্থির দম্পতি। অভিনয়ে নিলয়, জে এস হিমি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক কলিজা। অভিনয়ে তারিক আনাম, ফজলুর রহমান বাবু। রাত ১২টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘মন মহুয়ার তালে’।